বড়পর্দায় আবার একেন, এবার রহস্য বেনারসে
RBN Web Desk: আরও একবার বড়পর্দায় ফিরছেন একেন্দ্র সেন। এই নিয়ে তৃতীয়বার বড়পর্দায় আসছেন তিনি। এর আগে বড়পর্দার জন্য একেনবাবু পাড়ি দিয়েছেন দার্জিলিং আর রাজস্থানে। মাঝে রাশিয়া যাওয়ার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি সে দেশে যুদ্ধ পরিস্থিতির জন্য।
এবার রহস্যের জট খুলতে একেন পৌঁছে যাবেন বাঙালির সেকেন্ড হোম বেনারসে। জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydeep Mukherjee) পরিচালনায় আরও একবার বড়পর্দায় আসছে মজাদার ত্রয়ীর নতুন রহস্য। ছবির নাম ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ (The Eken: Benaras e Bibhishikha) অভিনয়ে আগের মতোই নামভূমিকায় থাকছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarty)। বাপি ও প্রমথর ভূমিকায় থাকছেন যথাক্রমে সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhay) ও সোমক ঘোষ (Somak Ghosh)। এছাড়াও থাকবেন ইশা সাহা (Ishaa Saha), ঋষভ বসু (Rishav Basu) ও দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee)।
সম্প্রতি ছবির মহরত হয়ে গেল বেনারসে। শুটিং শুরু হচ্ছে আজ থেকেই।
আরও পড়ুন: বিশিষ্ট বাঙালির চরিত্রে সইফ, শুটিং শুরু শীঘ্রই
বেনারস মানেই ঐতিহ্য। বেনারস মানেই প্রাচীনতম নগরীর অজস্র না বলা গল্প। কখনও গলিপথের গোলকধাঁধা তো কখনও গঙ্গার অতল জলের আহ্বান। বেনারস নিজেই এক মূর্তিমান রহস্য স্বরূপ। সেই বেনারসেই এবার রহস্যের খোঁজে ঘুরে বেড়াবেন একেনবাবু ও তার দুই বন্ধু।
কিছুদিন আগেই দলবল নিয়ে একেন ঘুরে এসেছে পুরীতে। সিরিজ়ের সেই গল্প এখনও খুব পুরোনো হয়নি। তার পরেই আর এক প্রাচীন শহর বারাণসীতে দেখা যাবে একেন এন্ড কোম্পানিকে। বছরের শুরুতেই ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে সংঘাতে ছবির শুটিং পিছিয়ে যায়। অবশেষে সমস্যা মিটিয়ে আজ থেকে কাজ শুরু করলেন পরিচালক।
১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’।