বাংলা ধারাবাহিকে আর কাজ করবেন না লাবণী
RBN Web Desk: বাংলা ধারাবাহিকে আর কাজ করবেন না টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী লাবণী সরকার। দীর্ঘ ৩০ বছরের অভিনয় জীবনে ছবির পাশাপাশি টেলিভিশনে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তবু সেই টেলিভিশনই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
আজকাল ধারাবাহিকে অভিনয় করা ভীষণ ক্লান্তিকর বলে মনে করেন লাবণী। একই ধরণের সাজ, সেই এক ভালো মায়ের চরিত্র, ঘুরেফিরে সেই একই গল্প অভিনয়ের জায়গা একেবারে শেষ করে দেয়। তাই ধারাবাহিকে তাঁকে আর দেখা যাবে না বলে জানিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন: মেরি-গো-রাউন্ডে ফেলুদা, বিভ্রান্ত দর্শক
তবে ধারাবাহিকে দেখা না গেলেও অভিনয় ছাড়ছেন না তিনি। শীঘ্রই সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘রক্তকরবী’ ওয়েব সিরিজ়ে দেখা যাবে তাঁকে। ছবিতেও কাজ করছেন। ওয়েব সিরিজ়ে এখন বিবিধ বিষয়ে কাজ হচ্ছে। সেখানে অভিনয় করে দেখানোর অনেক সুযোগ রয়েছে। তাই ছবি ও সিরিজ় নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানালেন লাবণী।