আশাবাদী প্রসেনজিৎ

কলকাতা: ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাফল্য নিয়ে আশা ব্যক্ত করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ, উৎসবের দ্বিতীয় দিনে, শতবর্ষ অতিক্রম করা পাঁচজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে সন্মান জানিয়ে তাঁদের স্থিরচিত্রের প্রদর্শনী উদ্বোধন করেন তিনি। “আজই শুনলাম যে ছবিগুলো চলছে তার কোনও একটায় সকালের শোতে বাইশজন ছবিটা দেখেছেন। সকালের শোয়ে এমনিতেই লোক কম হয়। এই অবস্থায় কতজন মানুষ ছবি দেখবেন সেটা নিয়ে সন্দেহ ছিল। মানুষ ফেস্টিভ্যালের ছবি দেখছেন এটা আনন্দের খবর,” বলেন প্রসেনজিৎ।

যে পাঁচজন ব্যক্তিত্বকে নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে তাঁরা হলেন সেতারশিল্পী রবিশঙ্কর, অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, ইতালিয়ান পরিচালক ফেদেরিকো ফেলিনি ও ফরাসী পরিচালক এরিক রোহমার। প্রদর্শনীতে পাঁচজন শিল্পীর কর্মজীবনের নানা মুহূর্তকে অজস্র ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন ইতালিয়ান কনসাল জেনারেল জিয়ানলুকা রুবাগোত্তি ও বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। 

আরও পড়ুন: ভালোবাসার গানে হরিহরণ, বিক্রম

উদ্বোধনের পর শুভাপ্রসন্ন বলেন, “পাঁচজন আন্তর্জাতিক স্তরের শিল্পীকে আমরা শতবর্ষে শ্রদ্ধা জানাচ্ছি। নিজেদের শহরে এরকম একটা প্রদর্শনীর ব্যবস্থা করতে পেরেছি, ভারতীয় ও বাঙালি হিসেবে আমরা গর্বিত।”

এ বছরের চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দেখে আমরা বড় হয়েছি। এখানে আসতে পারা সবসময়েই খুব আনন্দের। এটা তো আমাদের নিজেদের জায়গা। গত একটা বছর যে অবস্থার মধ্যে দিয়ে আমরা সকলে গেছি, তার মধ্যে এত বড় একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা সত্যি সাধুবাদের দাবি রাখে। যারা এই বিরাট কর্মযজ্ঞের উদ্যোগ নিয়েছেন, ইন্ডাস্ট্রির একজন কর্মী হিসেবে তাদের আমি ধন্যবাদ জানাই। আমার অনুরোধ, সিনেমা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সহায়তা করুন।”

ছবি: গার্গী মজুমদার

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *