দুই বাংলার নির্বাচিত স্বল্পদৈর্ঘ্যের ছবির উৎসব
হাওড়া: দুই বাংলার স্বল্পদৈর্ঘ্যের ছবি নিয়ে একটি চলচ্চিত্র উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল শহরে। উৎসবের বিচারক ছিলেন বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অভিজিত গুহ ও শিল্প নির্দেশক তন্ময় চক্রবর্তী। ডিজিটাল ওয়ান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল আয়োজিত এই উৎসবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের তরুণ পরিচালকদের মোট পঁয়ত্রিশটি ছবি মনোনয়নের জন্য জমা পড়লেও বিচারকরা প্রাথমিকভাবে বেছে নেন আটটি ছবি।
বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে শ্রীশচন্দ্র দত্ত ও কালিপদ সাহা স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয়। ফিল্ম স্ক্রিনিং অনুষ্ঠানে কমলেশ্বর ও তন্ময় ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক পাভেল ও সাহিত্যিক জয়তী রায়।
পরের দিন মিছিল বেরলো, হাতে ‘পথের পাঁচালী দেখুন’ প্ল্যাকার্ড: তরুণ মজুমদার
জুরিদের বিচারে সেরা পরিচালকের পুরস্কার পেলেন বাংলাদেশের শাহাদাত রাসেল, তাঁর ‘ডেফিনিশন অফ পলিটিক্স’ ছবির জন্য। সেরা অভিনেতা হিসেবে বেছে নেওয়া হলো নির্মাল্য বিশ্বাসকে, ‘সুখের ঠিকানা’ ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া সেরা সঙ্গীত পরিচালক ও সেরা গীতিকারের পুরস্কারও গেল তাঁর ঝুলিতেই। ‘শেষবেলা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কল্যাণী মণ্ডল। সেরা ছবিও নির্বাচিত হয় ‘শেষবেলা’, পুরস্কার তুলে দেওয়া হয় পরিচালক ছন্দময় মুখোপাধ্যায়ের হাতে। বিশেষ জুরি পুরস্কার পান সুদীপ্ত নাগ পরিচালিত ‘ক্লাব’।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শমিতা চৌধুরী ওঝা।