প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করলেন ঋতুপর্ণা
RBN Web Desk: দ্বৈত চরিত্রে প্রথমবার দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। পরিচালক রেশমি মিত্রর ছবি ‘লাইম এন লাইট’-এ দুটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন অর্জুন চক্রবর্তী, শ্রীলা মজুমদার ও জিতু কমল। ছবির চিত্রনাট্য লিখেছেন পারমিতা মুন্সি। সঙ্গীতের দায়িত্বে আছেন অন্বেষা।
ছবির কাহিনী আবর্তিত হয়েছে দুই নারীর জীবনের লড়াইকে কেন্দ্র করে। প্রথমজন জনপ্রিয় নায়িকা শ্রীময়ী সেন। সাধারণ মানুষ তাকে স্টার হিসেবে দেখতে অভ্যস্ত। কিন্তু এই প্রবল জনপ্রিয়তার আড়ালে রয়েছে শ্রীময়ীর নিজস্ব লড়াই ও যন্ত্রণার মধ্যে দিয়ে নিজেকে টিকিয়ে রাখার সংগ্রাম। দ্বিতীয়জন অর্চনা সাহা নামের এক জুনিয়র আর্টিস্ট। অর্চনার চেহারা শ্রীময়ীর সঙ্গে মিলে গেলেও সে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়। কিন্তু তার স্বপ্ন শ্রীময়ীর মতো নায়িকা হওয়ার। বাস্তবের কঠিন জমিতে নিজের স্বপ্নের ফসল ফলাতে কিভাবে লড়বে অর্চনা? তার শারীরিক অসুস্থতা কি তাকে এগিয়ে যেতে দেবে? দুই নারীর জীবনের জটিলতার কাহিনীতে আলোকপাত করবে ‘লাইম এন লাইট’।
আরও পড়ুন: স্মরণে শান্তিনিকেতনের নিজস্ব বাটিক শিল্পের প্রবর্তক প্রতিমা দেবী
চলচ্চিত্র জগতের মানুষদের নিজের জায়গাকে ধরে রাখতে কঠিন লড়াই করতে হয়, পর্দায় অল্প কিছুদিনের অনুপস্থিতিতেই মানুষ ধরে নেন তিনি ফুরিয়ে গেছেন। এই লড়াইয়ের কাহিনীই থাকবে ছবির গল্পে।
জীবনে প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে স্বভাবতই খুশি ঋতুপর্ণা জানিয়েছেন, অনেকদিন পর এমন একটা চরিত্র এসেছে যেখানে নিজেকে ভাঙার সুযোগ আছে।
আগামীকাল মুক্তি পেতে চলেছে ‘লাইম এন লাইট’।