এবার একই সঙ্গে বড় পর্দায় অপু ও শঙ্কর
RBN Web Desk: ছয় দশক পর ফের বড় পর্দায় আসতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র অপু। বিভূতিভূষণের ‘অপরাজিত’ উপন্যাস অবলম্বনে পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’-এ অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে পরিণত অপুর চরিত্রে। ‘অপরাজিত’র প্রথম অংশটি নিয়ে পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবিটি মুক্তি পায় ১৯৫৯ সালে। সেই উপন্যাসেরই বাকি অংশ নিয়ে ছবি করছেন শুভ্রজিৎ। ‘অপুর সংসার’ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’।
অপু ছাড়াও এই ছবিতে দেখা যাবে বিভূতিভূষণের আরেক জনপ্রিয় চরিত্র, ‘চাঁদের পাহাড়’ খ্যাত শঙ্করকে। শুভ্রজিতের ছবিতে এই ভূমিকায় অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
‘অভিযাত্রিক’-এ অপুর বন্ধু হিসেবে দেখা যাবে শঙ্করকে। অপু এবং তার ছেলে কাজলের মধ্যে ব্যবধান কমাতে শঙ্কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পরিচালক। সম্প্রতি শেষ হয়েছে এই ছবির শুটিং।
অর্জুন ও সব্যসাচী ছাড়াও এই ছবিতে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, দিতিপ্রিয়া রায়, সোহাগ সেন, বরুণ চন্দ ও রূপাঞ্জনা মিত্র। কাজলের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান মুখোপাধ্যায়কে। ছবির সঙ্গীতের দায়িত্বে থাকছেন বিক্রম ঘোষ।