বেকসুর খালাস, ভারতে ফিরলেন মমতা কুলকর্ণী
RBN Web Desk: একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। সে সবই এখন অতীত। গতকাল ভারতের মাটিতে পা রাখলেন নব্বই দশকের সাড়া জাগানো নায়িকা মমতা কুলকর্ণী (Mamta Kulkarni)। কাজ করেছেন প্রায় সব প্রথম সারির পরিচালকদের ছবিতে। প্রায় ২৪ বছর দেশের বাইরে ছিলেন তিনি।
বহু সফল ছবির নায়িকা হয়েও ২০০০ সালে ভারতকে বিদায় জানান মমতা। ২০১৬ সাল থেকে ₹২,০০০ কোটির মাদকপাচার মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। বিদেশযাপনের ১৬ বছর পরে ঠাণে পুলিশ মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন: ফেলুদা সিরিজ়ে বিশেষ চরিত্রে ঋদ্ধি
কিছুদিন আগে সেই মামলার রায় দিয়েছে বম্বে হাইকোর্ট। বেকসুর খালাস পেয়েছেন অভিনেত্রী। দেশে ফিরেই এক ভিডিয়োবার্তায় তাঁর প্রিয় শহরকে ‘আমচি মুম্বই’ বলে সম্বোধন করেছেন মমতা। তবে আবারও শুটিং ফ্লোরে ফিরবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি।