কেয়াতলায় রাপ্পা রায়, সঙ্গে ডলফিনও

RBN Web Desk: কেয়াতলা থেকে শুরু হলো রাপ্পা রায়ের পথ চলা। গতকাল সকালে  শুরু হয়ে গেল ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ (Rappa Roy O Full Stop Dot Com) ছবির শুটিং। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্সের চরিত্র রাপ্পা রায়কে এবার দেখা যাবে বড়পর্দায়। ছবিটি পরিচালনা করছেন ধীমান বর্মণ। রাপ্পা রায়ের  ভূমিকায় আছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। এছাড়াও থাকবেন অলিভিয়া সরকার (Alivia Sarkar), দেবাশিস মণ্ডল (Debashish Mondal), দেবাশিস রায় (Debashis Roy), রজতাভ দত্ত (Rajatava Dutta), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee), চান্দ্রেয়ী ঘোষ (Chandrayee Ghosh), প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশীস রায়, সুজন বন্দ্যোপাধ্যায়, লিজ়া গোস্বামী ও সব্যসাচী চৌধুরী। 

গতকাল সেটে পৌঁছে দেখা গেল দেবাশিস মণ্ডল মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন। সত্যি নয়, ছবির গল্প এমনই। মেয়েকে স্কুলে দিতে যাওয়ার শট দিয়েই শুরু হল তাঁর কাজ। ছবিতে তাঁর চরিত্রের নাম মোমো। যদিও শুধু নামটুকুই জানা গেল। এ বিষয়ে আর কিছু বলতে নারাজ তিনি। ওদিকে হলুদ জ্যাকেট গায়ে হাজির সৌম্যও। গতবছর ‘পারিয়া’ ছবিতে ভয়ঙ্কর এক চরিত্রের পর এখানে তিনি অ্যাডভেঞ্চার প্রিয় রাপ্পা। যে আসলে সাংবাদিক ও চিত্রশিল্পী হলেও সুযোগ পেলেই রহস্যের খোঁজে বেরিয়ে পড়ে।

Rappa Roy

দেবাশিস (বাঁদিকে) ও শিশুশিল্পী

কিছুটা টিনটিনের আদলে তৈরি রাপ্পা রায় চরিত্রটি আসলে ঠিক গোয়েন্দা নয়। অনেকটা পাশের বাড়ির ছেলের মতোই ইমেজ তার। যদিও কমিক চরিত্রকে ছবিতে ফুটিয়ে তোলা বেশ পরিশ্রমসাধ্য ব্যাপার বলেই মনে করেন পরিচালক। উপস্থিত ছিলেন রাপ্পার সহকারী টোনি এবং ডলফিন অর্থাৎ দেবাশিস (রায়) এবং অলিভিয়াও। সবে শুটিং শুরু হলেও এখন থেকেই দ্বিতীয় পর্বের কথাও ভেবে রেখেছেন বলে জানালেন ধীমান। 

আরও পড়ুন: নস্টালজিয়া ছাড়া আর কোনও প্রাপ্তি নেই

“রাপ্পা রায়কে নিয়ে ছবি করার ইচ্ছে আমার অনেকদিনের। ক্রাইম, কমেডি ও ফ্যান্টাসি, সবই থাকবে ছবিতে। সৌম্যকে রাপ্পার চরিত্রে দেখে আশা করি দর্শকের ভালো লাগবে,” বললেন ধীমান। 

ছবির চিত্রগ্রহণ করছেন অনুজিৎ কুণ্ডু। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *