পিছনের সারিতে চলে যেতে চেয়েছিলেন, জানালেন চঞ্চল
কলকাতা: তিনি মঞ্চে থাকা সত্বেও কেন তাঁকে সামনে এসে বক্তব্য রাখতে দেখা গেল না বা কেন তাঁকে ডাকা হলো না এই নিয়ে গত চব্বিশ ঘণ্টায় জল্পনা তুঙ্গে উঠেছিল। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে মুম্বই ও কলকাতার একাধিক চিত্রতারকার সঙ্গে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরীও। অথচ মঞ্চে আলাদাভাবে তাঁকে বক্তব্য রাখতে ডাকা হয়নি। এই নিয়ে গতকাল থেকেই চঞ্চল অনুরাগীদের মধ্যে চাপা ক্ষোভ প্রকাশ পেয়েছে গণমাধ্যমে।
আজ চঞ্চল তাঁর ‘হাওয়া’ ছবির সাংবাদিক বৈঠকে জানালেন, “গতকাল আমি প্রথমবার এই চলচ্চিত্র উৎসবে অংশ নিলাম। এর আগে কখনও সামনে থেকে দেখার সুযোগ হয়নি। সেখানে এমন বিরাট কিংবদন্তিদের সঙ্গে এক মঞ্চে থাকতে পেরে আমি সন্মানিত বোধ করেছি। এর জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ। তবে ওই মঞ্চে একই সারিতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় চক্রবর্তীর মতো মহান ব্যক্তিত্বদের সঙ্গে বসে থাকতে আমার বেশ অস্বস্তি হচ্ছিল। আমি তাই পিছনের সারিতে চলে যেতে চাইছিলাম। অরিজিৎ (সিং) এসে কিন্তু সেটাই করল। আমিও তাই চাইছিলাম। পিছনে দেব ছিল, রাজদা (চক্রবর্তী) ছিলেন যাদের বলার চেষ্টা করছিলাম আমি এই সারিতে কী করছি। এটা আমার বাংলাদেশ হলে আমি ঠিক উঠে পিছনে চলে যেতাম।”
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
অমিতাভ ও শাহরুখের সঙ্গে কথা বলা নিয়ে এক প্রশ্নের উত্তরে চঞ্চল জানালেন, “অনুষ্ঠান মঞ্চে তো আর কথা বলা চলে না। আর অনুষ্ঠান শেষ হলে ওঁরা উঠে চলে যান, এইটুকু সময়ের মধ্যে কথা বলা সম্ভব ছিল না। তবে তাঁদের সঙ্গে ছবি তোলা বা ওই সামান্য সময়ে কথা বলার চেয়েও আমার কাছে বেশি আনন্দের হবে যদি তাঁদের ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে পারি, বা আমি আমার ইন্ডাস্ট্রিতে আরও ভালো কাজ করে নিজেকে প্রমাণ করতে পারি।”
ছবি: গার্গী মজুমদার