আইনি নোটিস পেল ‘ফাইটার’
RBN Web Desk: মুক্তির দু’সপ্তাহের মাথায় আইনি নোটিস পেল হৃত্বিক রোশন (Hrithik Roshan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও অনিল কপূর (Anil Kapoor) অভিনীত ‘ফাইটার’ (Fighter)। শোনা গিয়েছে, ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন বায়ুসেনারই এক অফিসার। ছবিটি পরিচালানা করেছেন সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)।
শোনা যাচ্ছে অসমের বায়ুসেনা অফিসার সৌম্যদীপ দাস এই নোটিস পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, ছবিতে হৃতিক-দীপিকা যখন চুম্বন করেন, তখন তাঁরা বায়ুসেনার পোশাক পরেছিলেন। এতে বায়ুসেনার গরিমা ক্ষুণ্ণ হয়েছে। সেই কারণেই তিনি নির্মাতাদের আইনি নোটিস পাঠিয়েছেন বলে খবর।
আরও পড়ুন: কী বলবে সেন্সর? জানেন না রাজর্ষি
ওদিকে বক্স অফিসে ‘ফাইটার’-এর ব্যবসা একবারেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। ₹২৫০ কোটির ছবির এখনও পর্যন্ত বক্স অফিসে ₹৩০০ কোটির মতো তুলতে পেরেছে। গতবছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ পরিচালিত ‘পাঠান’ (Pathaan)। বক্স অফিসে ₹১,০৫০ কোটির ব্যবসা করেছিল সেই ছবি।