কী বলবে সেন্সর? জানেন না রাজর্ষি
RBN Web Desk: সেন্সর বোর্ড তাঁর নতুন ছবি নিয়ে কী বলবে, জানেন না রাজর্ষি দে (Raajhorshee De)। ভারতের প্রাচীন ধর্মস্থানগুলোয় অল্পবয়সী বিধবাদের জন্য আশ্রমের ব্যবস্থা আগেও ছিল, আজও আছে। বারাণসীতে এরকম আশ্রমের সংখ্যা সম্ভবত সবথেকে বেশি। আশেপাশের বিভিন্ন রাজ্যের গ্রাম থেকে অল্পবয়সী আশ্রয়হীন মেয়েরা জীবনের বাকি দিনগুলো ঈশ্বরের পূজায় অতিবাহিত করার উদ্দেশ্যে বারাণসীতে আসে। কিন্তু এই মহৎ আশ্রয়স্থলের একপাশে নীরবে কাজ করে যায় নারীপাচার চক্র। এক-এক করে মেয়েরা হারিয়ে যেতে থাকে। এই নিয়েই আসছে রাজর্ষির ছবি ‘সাদা রঙের পৃথিবী’ (Sada Ronger Prithibi)। ছবিতে প্রথমবার দ্বৈতচরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এছাড়াও রয়েছেন সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), অরিন্দম শীল (Arindam Sil), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee), স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee), মল্লিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার (Devlina Kumar), ঈশান মজুমদার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সোহিনী গুহরায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায় ও ঐন্দ্রিলা বসু। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।
“আমার কাছে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ,” বললেন শ্রাবন্তী, “কারণ এই ছবিতে প্রথমবার আমি পজ়িটিভ ও নেগেটিভ দুটো চরিত্রেই কাজ করেছি। সেই জন্য বেশ নার্ভাসও লাগছে। খুব কঠিন ছিল কাজটা। এই বাংলায় মেয়েরা খুব সেফ হলেও সব রাজ্যে তেমন নয়। সেটা নিয়েই এই ছবি। রাজর্ষিদা খুব কঠিন একটা চরিত্র দিয়েছে আমাকে। আশা করি দর্শকের ছবিটা ভালো লাগবে।”
টিম ‘সাদা রঙের পৃথিবী’
নারীকেন্দ্রিক এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ঋতব্রতকে। তিনি জানালেন, “আমার চরিত্রের নাম সুনীল, একজন বাঙালি ছেলে, যে মূলত কাজের খোঁজে বেনারসে যায়। সেখানে গিয়ে সে একটা অন্ধকার জগতে জড়িয়ে পড়ে। বাংলা থেকে বিধবা মেয়েরা আশ্রমে গেলেও সেখানে পৌঁছয় না। বা পৌঁছনোর পর তারা গায়েব হয়ে যায়, যেটা ট্রেলার দেখলে বোঝা যাবে। সেই মিসিং লিংকের গল্পের শুরুটা পাওয়া যাবে সুনীলের থেকে। ছবিটার নাম ‘সাদা রঙের পৃথিবী’ হলেও চরিত্রগুলো বেশিরভাগই বেশ ধূসর। তবে এতজন শিল্পী বাইরে গিয়ে কাজ করলে যা হয় আর কী, ছবিটা সিরিয়াস হতে পারে, শ্যুটিং আমরা পিকনিকের মতো করেই করেছি।”
আরও পড়ুন: রণবীরকেই চান যুবরাজ
ছবির কাহিনী বাস্তব ঘটনা থেকে নেওয়া বলে জানালেন রাজর্ষি। পিঙ্কি ভিরানি নামে এক লেখিকার এই বিষয়ক রিসার্চ ও ননফিকশন লেখা এবং সোহিনী শাস্ত্রীর বারাণসীকে খুব কাছ থেকে দেখা এবং লেখা, এগুলো থেকেই ছবির মূল ভাবনা নিয়েছেন বলে জানালেন তিনি। বললেন, “আমার সব ছবিই প্রায় মহিলাকেন্দ্রিক। এটাও তাই। এ দেশে এতরকম বৈষম্য আমরা দেখতে পাই, ধর্মের, শ্রেণীগত, এইসব নিয়ে বলতে শুরু করলে শেষ হবে না। আর সেন্সরও পাস করবে না। আমি তাই বিধবা মেয়েদের পাচার নিয়েই বলতে চেয়েছি, যেটা সচরাচর বলা হয় না। ভারতীয় ছবিতে এই বিষয় নিয়ে কাজও এই প্রথম। কাজটা কঠিন হলেও এখনও পর্যন্ত কোনও বাধা আসেনি। তবে ছবিটা সেন্সরে গেলে কী হবে সেটা এখনও জানি না।”
২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘সাদা রঙের পৃথিবী’।