সৃজিতের ওয়েব সিরিজ়ে এবার ‘দুর্যোধন’
RBN Web Desk: মহাভারতের কাহিনীর সূত্র ধরে এবার ওয়েব সিরিজ়ে পদার্পণ করতে চলেছেন মহারথী দুর্যোধন। কেমন হবে যদি বর্তমান পৃথিবীতে মহাভারতের কোনও চরিত্র এসে পড়ে? প্রাচীন মহাকাব্যের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দুর্যোধনকে নিয়ে অর্ণব রায়ের থ্রিলার উপন্যাস ‘মহাভারত মার্ডারস’ অবলম্বনে ওয়েব সিরিজ় তৈরি করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
‘মহাভারত মার্ডারস’-এর গল্প এক সিরিয়াল কিলারকে নিয়ে যে নিজেকে মহাভারতের দুর্যোধন মনে করে। তার বিশ্বাস সে পূর্বজন্মে দুর্যোধন ছিল। বাকি কৌরবদের সে খুঁজে বেড়ায়। আজকের দিনের পাণ্ডবদের শাস্তি দেওয়াকেই সে তার একমাত্র কর্তব্য বলে মনে করে। এই সিরিয়াল কিলারকে খুঁজে বার করার দায়িত্ব পড়ে এক তরুণী গোয়েন্দা ও তার সহকর্মীর ওপর।
আরও পড়ুন: জন্মদিনে ‘পূরবী’র সুচিত্রা-স্মরণ
অর্ণবের বইতে ছ’টি অধ্যায় রয়েছে, যা পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর নামাঙ্কিত। প্রতিটি অধ্যায়কে দুটি পর্বে ভেঙে ১২টি পর্বে দেখা যাবে সিরিজ়টি। এর আগে ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘দ্বিতীয় পুরুষ’ ও ‘ভিঞ্চিদা’র মত ছবির পর, সৃজিতের এটি প্রথম থ্রিলার ওয়েব সিরিজ় হতে চলেছে।
এই বছর হইচইতে দেখা যাবে সিরিজ়টি।