কেমন আছেন মিঠুন? জানালেন সোহম
RBN Web Desk: ভালো আছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে জানালেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। আজ সকালে ‘শাস্ত্রী’ ছবির শ্যুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন মিঠুন। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ছবির সেটে সোহমও ছিলেন। তিনি নিজেই গাড়ি চালিয়ে ৭৩ বছর বয়সী অভিনেতাকে হাসপাতালে নিয়ে যান।
‘শাস্ত্রী’ ছবিতে অনেকদিন পর দেখা যাবে মিঠুন-দেবশ্রী রায় জুটিকে। দেবশ্রীও হাসপাতালে মিঠুনকে দেখে আসেন।
আরও পড়ুন: আইনি নোটিস পেল ‘ফাইটার’
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকেরা মিঠুনকে পরীক্ষা করেন। এরপর তাঁকে রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়। উপসর্গ দেখে বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শে তাঁর এমআরআই করানো হয়। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত অস্ত্রোপচারের কোনও প্রয়োজন নেই। ওষুধ দিয়েই তাঁকে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।