৪০ বছর পর পরিচালনায় ফিরছেন বিশ্বজিৎ
RBN Web Desk: তাঁর পরিচালিত শেষ ছবি ‘শোরগোল’ মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। পরিচালনার পাশাপাশি সেই ছবিতে অভিনয়ও করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, হরিধন মুখোধ্যায়, তরুণ কুমার, রবি ঘোষ ও চিণ্ময় রায়। চার দশক পেরিয়ে আবার পরিচালনায় ফিরছেন বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ। ছবির নাম ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’।
সংবাদমাধ্যমকে বিশ্বজিৎ জানিয়েছেন এই ছবির মাধ্যমে দেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য জানাতে চান তিনি। ছবির কাজ এগিয়েছে খুব ধীরে কারণ চিত্রনাট্য তৈরি করতে সময় লেগেছে বলে জানিয়েছেন ৮৭ বছর বয়সী অভিনেতা।
আরও পড়ুন: ঠাকুরের নাম এক
ছবিতে লালা লজপত রাইয়ের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’তে নতুন করে নজর কেড়েছেন ধর্মেন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় থাকছেন অনুপম খের।
ছবি: টাইমস অফ ইন্ডিয়া