শিশুকন্যা পাচার নিয়ে আসছে ওয়েব সিরিজ় ‘মরালি’

RBN Web Desk: নিজের দেশেই হোক বা আপন ঘরে, মেয়েরা কোথাও আর নিরাপদ নয়। নানা ঘটনায় বারংবার স্পষ্ট হয়ে উঠছে এই কথা। এই বিষয়ের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে পরিচালক সৌভিক মণ্ডলের ওয়েব সিরিজ় ‘মরালি’। 

অনেকগুলি চরিত্র নিয়ে গড়ে উঠেছে গল্প। বীরভূমের নিঝুমপুর রেল স্টেশনের অতি সাধারণ ঠিকা কর্মী তাপস বাউরির একমাত্র মা মরা মেয়ে মরালি। মাত্র এগারো বছরের ছোট্ট মরালি একদিন নিজের বাড়ি থেকে উধাও হয়ে যায়। তার বাবা বাড়ি ফিরে খুঁজে পায় শুধু একটা রক্তমাখা ফ্রক। কোথায় গেল মেয়েটা?

আরও পড়ুন: শ্রদ্ধার অভিনীত চরিত্র নিয়ে নতুন ছবি

অন্যদিকে সিআইডির অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং সেলের একজন বিশেষ আধিকারিক পরমা মিত্র। স্বামীর মৃত্যুর পর ছোট্ট মেয়েকে নিয়ে একাই সবদিক সামাল দেয় সে। প্রবল কাজের চাপে মেয়েকে সময় দিতে পারে না। মেয়ের মনে মায়ের জন্য জমা হতে থাকে ক্ষোভ আর অভিমান। সল্টলেকে নিজের বিশাল বাড়িতেই নাচের ক্লাস চালান সেলিব্রিটি নৃত্যশিল্পী অর্ণব রায়চৌধুরী। সারা ভারতে অনুষ্ঠান করার বাইরেও অর্ণবের একটা অন্য পরিচয় রয়েছে, সে রূপান্তরকামী। শারীরিকভাবে পুরুষ হলেও তার ভেতরে রয়েছে এক নারী মন। সহকারী সুচিস্মিতাকে সঙ্গে নিয়ে নিজের অনুষ্ঠান এবং অ্যাকাডেমি পরিচালনা করে অর্ণব। তার কাছেই নাচ শেখে পরমার মেয়ে পাপড়ি। সেই সূত্রে পরমার সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে অর্ণবের।

পরমার ওপরেই সিআইডির আইজি দিবাকর সান্যাল দায়িত্ব দেন মরালিকে খুঁজে বার করার। তদন্ত করতে গিয়ে পরমা সন্ধান পায় এক ভয়ংকর নারী ও শিশুকন্যা পাচারচক্রের। এরপর ঘটনা কোনদিকে মোড় নেবে, জানা যাবে সিরিজ়টি মুক্তি পেলে। 

আরও পড়ুন: মঞ্চে ফিরল ‘দেবী চৌধুরানী’

বিভিন্ন ভূমিকায় সিরিজে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, শঙ্কর দেবনাথ, রানা বসু ঠাকুর, আয়েষা ভট্টাচার্য, জ্যামি বন্দ্যোপাধ্যায়, জুঁই সরকার, মানস মুখোপাধ্যায়, ও শিঞ্জিনী চক্রবর্তী। সিরিজ়ের কাহিনিকার রাকেশ ঘোষ। চিত্রনাট্য লিখেছেন রাকেশ ও সৌভিক। চিত্রগ্রহণ করেছেন জয়দীপ দে। সিরিজ়ে সুর সংযোজন করেছেন শুভদীপ গুহ। 

সিরিজের শুটিং শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে প্ল্যাটফর্ম এইট ডিজিট্যাল মাধ্যমে দেখা যাবে  থ্রিলার সিরিজ় ‘মরালি’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *