শ্রদ্ধার অভিনীত চরিত্র নিয়ে নতুন ছবি
RBN Web Desk: ২০১৮ সালে হরর-কমেডি ঘরানার ‘স্ত্রী’ (Stree) ছবিতে নামহীন এই রহস্যময়ীর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’ (Stree 2)। মুখ্য ভূমিকায় আবারও শ্রদ্ধা। বছরের অন্যতম সফল ছবি হওয়ার পথে এগোচ্ছ ‘স্ত্রী ২’। এখনও পর্যন্ত ₹৪০০ কোটিরও বেশি ব্যবসা করেছে ছবিটি।
তবে দর্শকের একাংশের অভিযোগ, এবার পর্দায় শ্রদ্ধার উপস্থিতি কিছুটা কম। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। শোন যাচ্ছে শ্রদ্ধার অভিনীত চরিত্রটি নিয়ে তৈরি হতে পারে একটি স্পিন-অফ ছবি। অবশ্যই শ্রদ্ধা থাকবেন সেই চরিত্রে।
আরও পড়ুন: শেখর-শার্লকে সাবাশ
এই জল্পনায় সিলমোহর দিয়েছেন ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজ়ির লেখক নীরেন ভট্ট। এই সিরিজ়ে শ্রদ্ধার অভিনীত চরিত্রের কোনও নাম নেই। স্পিন-অফ ছবিটিতে শ্রদ্ধাকে সেই নামহীন চরিত্রের মেয়ে হিসেবে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নীরেন।