আবারও কুস্তি নিয়ে ছবিতে আমির খান?
RBN Web Desk: আমির খান (Aamir Khan) পরবর্তী কোন ছবিতে অভিনয় করবেন তা নিয়ে রোজ চলছে জল্পনা। ২০২২-এ মুক্তি পেয়েছিল আমির ও করীনা কপূর অভিনীত লাল সিং চড্ডা (Laal Singh Chaddha) ছবিটি। আশানুরূপ ফল না করায় লম্বা বিরতি নিয়েছিলেন আমির।
কিছুদিন আগে শোনা গিয়েছিল একটি দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। তেলুগু পরিচালক লোকেশ কানাগারাজের (Lokesh Kanagaraj) প্যান-ইন্ডিয়া ছবিতে তাঁকে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও ছবি নিয়ে কোনও ঘোষণা করেননি দু’পক্ষের কেউই। বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে।
আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় প্রসেনজিৎ?
এদিকে ভিডিয়ো কলে কুস্তিগির ভিনেশ ফোগাটের সঙ্গে কথা বলেছেন আমির। অলিম্পিক্সের ফাইনালে উঠেও তবে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে ভিনেশের স্বপ্নভঙ্গ হয়। প্রাথমিকভাবে ভেঙে পড়লেও পরে নিজেকে সামলে নেন।
এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে ‘দঙ্গল ২’ (Dangal 2) আসতে পারে। ছবির কেন্দ্রে থাকতে পারে ভিনেশের গল্প? ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল’ (Dangal) ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আমির। বক্স অফিসে সুপারহিট হয়েছিল সেই ছবি।