প্রচারে অনুপস্থিত দীপিকা
RBN Web Desk: মুক্তি আসন্ন তবু ছবির প্রচারে অনুপস্থিত দীপিকা পাড়ুকোণ (Deepika Padukone)। সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত ‘ফাইটার’ (Fighter) ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। তিনি ছাড়াও এ ছবিতে রয়েছেন হৃতিক রোশন (Hrithik Roshan) ও অনিল কপূর (Anil Kapoor)। নায়িকার অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন।
ছবির ট্রেলার মুক্তির সময়ও দীপিকাকে দেখা যায়নি। এই নিয়ে সিদ্ধার্থকে প্রশ্ন করা হলে তিনি জানান, সেই সময় দীপিকা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে পারেননি। অভিনেত্রী ঠিক সময়েই প্রচারে যোগ দেবেন বলে দাবি করেন সিদ্ধার্থ।
আরও পড়ুন: ছেলেকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু চৈতির, সঙ্গে ঋতুপর্ণা
২৫ জানুয়ারি ‘ফাইটার’-এর মুক্তি পাওয়ার কথা। তার মানে মুক্তির আগে মাত্র একটি দিন হাতে পাবেন অভিনেত্রী।
ছবিতে স্কোয়াড্রন লিডার শমশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করেছেন হৃতিক। দীপিকাও রয়েছেন এক স্কোয়াড্রন লিডারের চরিত্রেই। ছবিতে তাঁর নাম মিন্নি। অনিলকে দেখা যাবে গ্রুপ ক্যাপটেন রাকেশ জয় সিং ওরফে রকির চরিত্রে।