কাটল আইনী জট, আবারও ফেলুদার চরিত্রে পরমব্রত
RBN Web Desk: সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা প্রদোষ মিত্র ওরফে ফেলুদার চরিত্রে আবারও অভিনয় করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে ‘শেয়াল দেবতা রহস্য’ ও ‘ঘুরঘুটিয়ার ঘটনা’ নিয়ে ওয়েব সিরিজ়ে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত। সিরিজ়টি পরিচালনাও করেছিলেন তিনি।
পরমব্রতকে ফের ফেলুদা করে গত বছর নতুন একটি ওয়েব সিরিজ় ঘোষণা করে বাংলার এক প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা। এই সংস্থা বিলেতে বহু বাংলা ছবি শুটিংয়ের ব্যবস্থা করে থাকে। তবে ঘোষণার পরপরই অন্য এক প্রযোজনা সংস্থা এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়। আইনী জটিলতায় এতদিন বন্ধ ছিল ওয়েব সিরিজ়টির কাজ। শোনা যাচ্ছে, আদালতের বাইরে সমঝোতায় এসেছে দুই সংস্থা। তাই ফেলুদা হিসেবে পরমব্রতর অভিনয়ে আর কোনও বাধা নেই।
আরও পড়ুন: যে বাস্তব থেকে যায় বন্ধ দরজার আড়ালেই
তবে এবার পরিচালনার দায়িত্বে থাকছেন না পরমব্রত। সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অরিন্দম শীল, যাঁর পরিচালনায় ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ আর কয়েকদিন পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
সূত্রের খবর, ‘গ্যাংটকে গণ্ডগোল’-এর মাধ্যমে ফের ফেলুদা হয়ে আসছেন পরমব্রত। এর আগে ‘শেয়াল দেবতা রহস্য’ ও ‘ঘুরঘুটিয়ার ঘটনা’য় তোপসের চরিত্রে অভিনয় করেছিলেন ঋদ্ধি সেন। এই চরিত্রে এখন কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। একসময় শোনা যাচ্ছিল ঋতব্রত মুখোপাধ্যায়ের নাম। তবে তা এখনও চূড়ান্ত হয়নি।
ছবি: গার্গী মজুমদার