সলমন খানের জন্য ৬০ নিরাপত্তারক্ষী
RBN Web Desk: জাতীয়তাবাদি কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকি (Baba Siddique) খুন হওয়ার পর থেকেই অভিনেতা সলমন খানের (Salman Khan) নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মুম্বই পুলিশ। নিহত রাজনীতিবিদের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন সলমন। একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। এদিকে ‘বিগ বস ১৮’-এর শুটিং শুরু করেছেন অভিনেতা। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেটে চলছে কড়া নজরদারি। শুধুমাত্র সলমনের সুরক্ষার জন্য ৬০ জন নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই সলমনকে ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার।
১২ অক্টোবর মুম্বইয়ে খুন হন বাবা সিদ্দিকি। সেই সময় ‘সিকন্দর’ ছবির শুটিং করছিলেন সলমন। খবর পেয়েই তিনি হাসপাতালে পৌঁছে যান। পরের দিন সিদ্দিকির শেষকৃত্যেও উপস্থিত ছিলেন সলমন।
আরও পড়ুন: নৃত্যশিল্পীকে হুমকি, জগন্নাথধামে একেন
‘বিগ বস’-এর সেটে আধার কার্ড দেখালে তবেই প্রবেশের অনুমতি মিলছে। শুটিং চলাকালীন কারও সেটে প্রবেশ করার বা বেরোনোর অনুমতি নেই।