নৃত্যশিল্পীকে হুমকি, জগন্নাথধামে একেন
RBN Web Desk: বর্তমান সময়ের নিরিখে ওয়েব ও বড়পর্দা মিলিয়ে যে গোয়েন্দারা দর্শকের মননে সবথেকে বেশি জনপ্রিয়, তার মধ্যে অবশ্যই উঠে আসবে একেন্দ্র সেন, ওরফে একেনবাবুর নাম। ২০১৮ সালে প্রথমবার ওয়েব প্ল্যাটফর্মে আসার পরে ছয় বছর ধরে ক্রমবর্ধমান হারে জনপ্রিয়তা পেয়ে চলেছেন একেনবাবু এবং তাঁর দুই সঙ্গী বাপি ও প্রমথ। এই সিজ়নের নাম ‘পুরোপুরি একেন’ (Puro Puri Eken)।
বেঙ্গালুরু, ঢাকা, কলকাতা, শান্তিনিকেতন ও আরও নানা জায়গায় ঘুরে রহস্যভেদ করার পর এই পেটুক, বেশি কথা বলা গোয়েন্দা পাড়ি জমাতে চলেছেন পুরীতে। এক জটিল রহস্য সমাধান করতে বাপি ও প্রমথকে নিয়ে পুরীতে হাজির হয়েছেন একেনবাবু। কিন্তু তার সঙ্গে জড়িয়ে যায় আরও এক রহস্য। এক কথাকলি নৃত্যশিল্পীর কাছে আসছে হুমকি দেওয়া ফোন। দুই রহস্য কি জড়িত? নাকি আলাদা? জট খুলবে একেনবাবুর নতুন সিজ়নে।
আরও পড়ুন: পরিবারের নতুন সদস্য জয়দীপ
প্রথম থেকেই একেনবাবুর ভূমিকায় থাকা অনির্বাণ চক্রবর্তীকেই আবারও নামভূমিকায় দেখা যাবে। তার পাশাপাশি বাপি ও প্রমথর ভূমিকায় থাকছেন সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ।
জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজ়ের আউটডোর শুটিং চলেছে ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর। শুধু পুরীই নয়, কোণারকের সূর্যমন্দির, উদয়গিরি ও রঘুরাজপুরের মতো জায়গাতেও চিত্রগ্রহণ করা হয়েছে।
‘পুরোপুরি একেন’ এই বছরের শেষে হইচইয়ে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।