কিশোর কুমারের বায়োপিকে আমির খান?
RBN Web Desk: ‘লাল সিং চড্ডা’ ফ্লপ হওয়ার পর ছবির পর্দা থেকে নিজেকে দূরেই রেখেছিলেন আমির খান (Aamir Khan)। তবে সম্প্রতি ‘তারে জ়মিন পর’ ছবির সিক্যুয়েল ‘সিতারে জ়মিন পর’-এর শুটিং শুরু করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে কিশোর কুমারের বায়োপিকে (Kishore Kumar Biopic) অভিনয় করতে চলেছেন আমির।
বহুদিন ধরেই কিশোর কুমারের বায়োপিক নিয়ে কথাবার্তা চলছে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ বসু। অনুরাগ ও সুজিত সরকার অনেকদিন ধরেই কিশোর কুমারের জীবনভিত্তিক ছবি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। একসময় ছবির নামভূমিকায় রণবীর কপূর অভিনয় করবেন বলে শোনা গিয়েছিল। তবে কিশোর কুমারের পরিবারের থেকে অনুমোদন না পাওয়ায় সে ছবি আর এগোয়নি।
আরও পড়ুন: রামকমলের ‘লোকাল’-এ সওয়ার ঋতুপর্ণা, পাওলি
ইতিমধ্যেই আমিরের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন অনুরাগ। আমির নাকি মৌখিকভাবে রাজিও হয়েছেন বলে খবর।