কলকাতায় মুক্তি সংকটে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’

কলকাতা: মুক্তি সংকটে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের কোনও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত এই ছবি। ১৯১৭ সালে প্রকাশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস ‘শ্রীকান্ত’র প্রথম পর্ব অবলম্বনে প্রদীপ্ত তৈরি করেছেন ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, জ্যোতিকা জ্যোতি, রাহুল বন্দ্যোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ।

২০ আগস্ট মুক্তি পায় ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র ট্রেলার। সেদিনই জানানো হয়েছিল ২০ সেপ্টেম্বর কলকাতা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় মুক্তি পাবে ছবিটি। সোদপুর, উদয়নারায়ণপুর, বারুইপুর, কোচবিহার এবং শিলিগুড়ির প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও, কলকাতায় দেখা যাবে না ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’।




“এখনও অবধি কলকাতায় কোনও প্রেক্ষাগৃহ আমাদের দেওয়া হয়নি,” রেডিওবাংলানেট-কে জানালেন প্রদীপ্ত। “এর কি কারণ আমরা জানি না। বহুদিন আগে থেকে মুক্তির তারিখ বলা সত্ত্বেও এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবিনি। আমরা এই নিয়ে কথাবার্তা বলছি, কাল পর্যন্ত দেখা যাক কোনও সুরাহা হয় কি না। না হলে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব। কলকাতার মানুষদের বোধহয় এবার অনলাইনে সিনেমার টিকিট না কেটে রেলের টিকিট কাটতে হবে ছবি দেখার জন্য।”    

কলকাতায় ছবিটি মুক্তি না পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অভিনেতা ও পরিচালক তথাগত মুখোপাধ্যায় লেখেন, “একজন স্বাধীন পরিচালককে তাঁর ছবি দেখাবার অধিকার কেড়ে নিচ্ছে যারা, তারা আর যাই হোক বাংলা সিনেমার ভালো চাইছে না। অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য এই কাজের তীব্র প্রতিবাদ করা উচিৎ।”

আরও পড়ুন: মহালয়ায় ‘উমা’ নিয়ে আসছেন ঋদ্ধি

প্রসঙ্গত ১৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল অমিতাভ ভট্টাচার্য পরিচালিত ‘১৭ই সেপ্টেম্বর’ ছবিটি। কিন্তু প্রেক্ষাগৃহে স্থান না পাওয়ার কারণে এই ছবির মুক্তি পিছিয়ে ২০ সেপ্টেম্বর করে দেওয়া হয়। 

কলকাতার অন্যতম প্রধান একটি মাল্টিপ্লেক্সের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানালেন, “যে কোনও ছবি মুক্তির তারিখ, কটা শো পাবে, তা সাধারণত আগে থেকেই ঠিক করা থাকে। শো কমবেশি হতে পারে, তবে ছবিটা একেবারেই মুক্তিই পাবে না এটা হতে পারে না। ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র ক্ষেত্রে ঠিক কি হয়েছে খোঁজ নিচ্ছি।”

আরও পড়ুন: নিঃস্ব জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার, অর্থ সংগ্রহে শুভানুধ্যায়ীরা

প্রদীপ্তর দাবী, “ছবি আমরা দেখাবই। মুক্তির দুদিন আগে এই ঘটনা অনভিপ্রেত। এর কারণ বিশ্লেষণ করতে যত গভীরে যেতে হয় আমরা যাব।”

প্রেক্ষাগৃহ না পাওয়া গেলে, প্রদীপ্তকে থিয়েটার হল ভাড়া করে প্রোজেক্টর চালিয়ে ছবিটি দেখানোর পরামর্শ দিয়েছেন অনেকেই।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *