বড় পর্দায় ফের ‘ছদ্মবেশী’র রিমেক
RBN Web Desk: ফের হিন্দীতে রিমেক হতে চলেছে ‘ছদ্মবেশী’। ১৯৭৫ সালে এই ছবির হিন্দী সংস্করণ ‘চুপকে চুপকে’ পরিচালনা করেন হৃষীকেশ মুখোপাধ্যায়। অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর, অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, আসরাণি, ওম প্রকাশ ও লিলি চক্রবর্তী। সেই ছবির ফের রিমেক আসছে নতুন এক পরিচালকের হাত ধরে।
শোনা যাচ্ছে ধর্মেন্দ্র অভিনীত পরিমল ত্রিপাঠীর চরিত্রে এবার অভিনয় করবেন রাজকুমার রাও। তবে নতুন এই ছবির অন্যান্য অভিনেতাদের নাম এখনও জানা যায়নি।
১৯৭১ সালে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের মূল কাহিনী ‘ছদ্মবেশী’ অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করেন অগ্রদূত। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তমকুমার, মাধবী মুখোপাধ্যায়, বিকাশ রায়, অনুভা গুপ্ত, শুভেন্দু চট্টোপাধ্যায় ও জহর রায়। উত্তমকুমারের অভিনয় জীবনের অন্যতম সফল ছবিগুলির মধ্যে ‘ছদ্মবেশী’কে গণ্য করা হয়। এই ছবির জনপ্রিয়তা দেখে হৃষীকেশ হিন্দীতে এটির রিমেক করেন। হিন্দীতেও বড় হিট হয় এই ছবি। দুটি ছবিই পরবর্তী প্রজন্মের কাছেও সমান জনপ্রিয় ও নস্টালজিক।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
১১ এপ্রিল ‘চুপকে চুপকে’ মুক্তির ৪৪ বছর পূর্ণ হল। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র ‘চুপকে চুপকে’ ছবিটিকে কমেডি ছবির ‘শোলে’ বলে উল্লেখ করেন। উল্লেখ্য, ‘শোলে’ ও ‘চুপকে চুপকে’ একই সময় শ্যুটিং হয়েছিল।
ধর্মেন্দ্র বলেন, “কোনও বুদ্ধিমান লেখককে দিয়ে নতুন ছবির চিত্রনাট্য লেখাতে হবে। আসল ছবিটা প্রায় সকলেরই দেখা, এমনকি এই প্রজন্মের ছেলেমেয়েদেরও। তাই এমনভাবে ছবিটা বানাতে হবে যাতে আগের ছবিটার মতই এটাও মানুষের মন জয় করতে পারে।”