আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত
RBN Web Desk: আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪। আজ সকালে নিজের বাড়িতে আত্মঘাতী হন হিন্দি ছবির এই জনপ্রিয় অভিনেতা। সূ্ত্রের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অভিষেক কাপুর পরিচালিত ‘কাই পো চে’র মাধ্যমে ছবির জগতে আত্মপ্রকাশ করেন সুশান্ত।
পাটনায় জন্মগ্রহণ করা এই অভিনেতা তাঁর অভিনয় জীবন শুরু করেন টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে। একের পর এক বক্স অফিস সফল ছবিতে দেখা গেছে তাঁকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলে ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’, ‘রাবতা’, ‘শুদ্ধ দেশী রোমান্স’ ও ‘কেদারনাথ’। তাঁর অভিনীত শেষ ছবি ‘ছিঁছোরে’।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
৮ জুন সুশান্তের ম্যনেজার দিশা সাইলানকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সুশান্তের অকালমৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।