আর্সেনিক সচেতনতা বাড়াতে আসছে শ্রাবন্তী-সাহেবের নতুন ছবি

কলকাতা: শহরের সাধারণ মেয়ে পৌলমী। ভালোবাসে সঙ্গীত। স্বাধীনভাবে কাটাতে চায় জীবন। তাই পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে অনাথ শিশুদের সঙ্গীত শিক্ষার কাজটা যখন আসে, তখন দ্বিতীয়বার ভাবে না সে। কিন্তু সেখানে গিয়ে পৌলমী দেখে, গোটা গ্রামটাই আর্সেনিক কবলিত। গ্রামের মানুষদের আর্সেনিকের প্রকোপ থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে সে। সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন্ধু রমিত।

জলে আর্সেনিকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা বাড়াতেই পরিচালক ত্রিদীব রমন নিয়ে আসছেন তাঁর প্রথম বাংলা ছবি ‘উড়ান’। ছবিতে পৌলমীর ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রমিতের চরিত্রে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে।

ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। গতকাল শহরের বউবাজার অঞ্চলে লেবুতলা রিফিউজি বিল্ডিংয়ে পরিচালককে দেখা গেল শ্রাবন্তী ও সাহেবকে নিয়ে বেশ কয়েকটি দৃশ্য ক্যানবন্দী করতে।

যে জন থাকে মাঝখানে

কি ভাবে পেলেন এই ছবি করার পরিকল্পনা?

ত্রিদীব রেডিওবাংলানেট-কে জানালেন, “আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে পশ্চিমবঙ্গের মধুসূদনকাটা গ্রামে জলে আর্সেনিকের সমস্যা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করতে গিয়েছিলাম আমি। বিশ্বব্যাঙ্কের তথ্য অনুযায়ী সেই সময় এ রাজ্যের প্রায় ৪৪টি ব্লক আর্সেনিক কবলিত ছিল। মধুসূদনকাটায় পানীয় জলে আর্সেনিকের মাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১০০ গুন বেশি। সেই তথ্যের ওপর ভিত্তি করেই এই ছবি তৈরি করার সিদ্ধান্ত নিই।”

শ্রাবন্তী জানালেন, “একেবারেই ব্যতিক্রমী গল্প নিয়ে এই ছবি। তাই উড়ান-এ কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। এই ছবি গ্রাম বাংলার একটা বড়সড় সমস্যা সমধানের কথা বলে।”

তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

খুশি সাহেবও। ছবিতে তাঁর লুক এবং চরিত্রটি নিয়েও উৎসাহী তিনি। “শ্রাবন্তীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এই ছবিতে আমার অভিনীত চরিত্রটা নারীকে সম্মান করে এবং তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।”

শ্রাবন্তী ও সাহেব ছাড়াও এই ছবিতে এক বহুরূপীর চরিত্রে অভিনয় করছেন সুব্রত দত্ত।

ছবির সঙ্গীত হেঁসেল সামলেছেন জয় সরকার এবং গানের কথা লিখেছেন শ্রীজাত। সাতটি গান থাকছে ছবিতে, জানালেন জয়।

আগস্টের মাঝামাঝি মুক্তি পাবে উড়ান।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *