সলিল দর্শনে ‘আলোর পথযাত্রী’ দুই বাংলার শিল্পীরা

RBN Web Desk: বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মানুষের উদ্বেগ ও আতঙ্ক। সাবধানতা অবলম্বন করে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার জন্য লকডাউন শিথিল করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও অনেকটাই দেরি। এই অবস্থায় আশার আলো দেখাচ্ছে সলিল চৌধুরীর গণসঙ্গীত ‘ও আলোর পথযাত্রী’। সবিতা চৌধুরীর কণ্ঠে ‘ঘুম ভাঙার গান’ অ্যালবামের এই গানটি পরবর্তীকালে অধিক জনপ্রিয় হয়।

সেই গানই এবার দুই বাংলার ১২ জন শিল্পীকে নিয়ে নতুনরূপে শ্রোতাদের উপহার দিলেন বিশিষ্ট যন্ত্রসংগীতশিল্পী রকেট মন্ডল। “সলিলদার গণসঙ্গীত সবসময় আমায় অনুপ্রেরণা জোগায়,” বললেন রকেট। “ওঁর সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমি যখন সব শিল্পীদের এই উদ্যোগের কথা জানাই, তাঁরা সকলেই এক কথায় রাজি হয়ে যান। করোনা পরবর্তী পরিস্থিতিতে মানুষের জীবনে আমূল বদল এসেছে। কত মানুষ রোজগারের পথ হারিয়েছেন। কত মানুষ আগামী দিনেও হয়ত সমস্যায় পড়বেন। তখন এই গানই হয়ত মানসিকভাবে ভেঙে পড়া মানুষগুলোকে সাহস জোগাবে।”

আরও পড়ুন: মাস্ক, স্যানিটাইজ়ার সঙ্গী করে শুরু হলো শুটিং

লকডাউনের নিয়ম মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই নিজের বাড়ি থেকেই কাজটা করেছেন। রকেট ছাড়াও রাহুল চট্টোপাধ্যায়, স্নেহাশীষ মজুমদার, মোর্শেদ খান, পিয়ারু খান, কাজী অরিন্দম, সৌম্যজ্যোতি ঘোষ, গোপা দে সরকার, তাপস রায়, ফোয়াদ নাসের বাবু, সম্রাট বোস, ও ওয়াল্টার ডিয়াস এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন।

স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মানুষের কাছে অনুপ্রেরণার গান ছিল ‘ও আলোর পথযাত্রী’। তার প্রায় ৭০ বছর পর করোনা ও আম্পান ঘুর্ণিঝড়ের জোড়া ফলায় জনজীবন যখন বিপর্যস্ত, তখন এই গান আবারও গৃহহীন, অন্নহীন মানুষগুলোর কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বলে মনে করেন রকেট।

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *