মত্ত অবস্থায় মহিলাকে হেনস্থার অভিযোগ, লোকেশের খোঁজে পুলিশ
RBN Web Desk: ফ্ল্যাটে ডেকে এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল অভিনেতা লোকেশ ঘোষের বিরুদ্ধে। গতকাল কসবা থানায় লোকেশের বিরুদ্ধে এই অভিযোগ করেন ওই মহিলা। এখনও অবধি লোকেশের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশকে ওই মহিলা জানিয়েছেন যে গতকাল বিকেলে লোকেশ তাঁকে ফোন করে জানান যে তাঁর পেটে ব্যথা করছে। প্রথমে গুরুত্ব না দিলেও, একাধিকবার ফোন করার পর ওই মহিলা লোকেশের ফ্ল্যাটে পৌঁছন। সেখানে গিয়ে তিনি দেখেন যে লোকেশের শরীর খারাপ হয়নি। মহিলা অভিযোগ করেন যে লোকেশ তখন মত্ত অবস্থায় ছিলেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। অভিনেতার মোবাইল থেকেই ডাক্তারকে ফোন করতে যান ওই মহিলা। লোকেশ বাধা দিতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একটা পর্যায়ে লোকেশ আচমকাই ওই মহিলার মাথা দেওয়ালে ঠুকে দেন এমন কি তাঁকে কিল, চড়, ঘুষিও মারেন। বোতল দিয়েও না কি তাঁকে আঘাত করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই মহিলা।
সাইকো থ্রিলারে প্লেব্যাক করলেন ঋতুপর্ণা, শ্রীলা
পুলিশের তরফ থেকে জানা গেছে যে মহিলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
নব্বইয়ের দশকে একাধিক বাংলা ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন লোকেশ। ‘শ্রীমাণ ভূতনাথ’, ‘আসল নকল’, ‘লোফার’, ‘গরীবের সংসার’ ও ‘রাখী পূর্ণিমা’ তাঁর উল্লেখযোগ্য ছবি।