‘অসতী’র খোঁজে পোল্যান্ডে

RBN Web Desk: ছবি বা ওয়েব সিরিজ়ের ক্ষেত্রে বিদেশে শ্যুটিং কোনও নতুন ব্যাপার নয়। আউটডোর শুটিংয়ের জন্য দার্জিলিং, মুকুটমণিপুর, দীঘা পেরিয়ে বাংলা ছবি পাড়ি দিয়েছে সুদূর আফ্রিকা, আমেরিকা এমনকি আমাজ়নেও। এবার সেই পরিসর বিস্তৃত হলো পোল্যান্ডে। ময়ূখ চট্টোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ় ‘অসতী’র শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পোল্যান্ডে। এই সিরিজ়ের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পুলকিতা ঘোষ, সৈকত দাস, অর্কপ্রতিম সিংহ, পূজা গঙ্গোপাধ্যায়, পল্লবী রায় ও নিশু গড়াই।

এত জায়গা থাকতে পোল্যান্ডকে কেন বেছে নিলেন পরিচালক? “আমাদের এক সহপ্রযোজক পোল্যান্ডনিবাসী। সেই কারণেই আমরা পোল্যান্ডে শুটিং করছি। এই সিরিজ়ের গল্প সম্পর্ককে ঘিরেই,” রেডিওবাংলানেট-কে জানালেন ময়ূখ।

‘অসতী’র কাহিনি অনিন্দিতা ও অভীকের একমাত্র ছেলে সৌগতকে ঘিরে। পোল্যান্ডে সমুদ্র সৈকতের পাশে এক রিসর্টে তিনজন একসঙ্গে ছুটি কাটাতে যায় । এরই মধ্যে সৌগতর বন্ধু তুহিন সেখানে এসে উপস্থিত হয়। প্রথমদিকে তুহিনকে অপছন্দ করলেও ধীরে-ধীরে তার শারীরিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় অনিন্দিতা। পেশায় ফটোগ্রাফার অনিন্দিতা একের পর এক তুহিনের ছবি তুলতে থাকে। প্রথমদিকে মডেলিংয়ের ইচ্ছাপ্রকাশ করলেও একসময় ছবি তোলাকেই ভালোবেসে ফেলে তুহিন। ছবি তোলার বিভিন্ন শিক্ষণীয় বিষয় রপ্ত করার মাঝে অনিন্দিতা ও তুহিন কাছাকাছি চলে আসে। বয়সের বিরাট পার্থক্য বাধা হয়ে দাঁড়ায় না।

আরও পড়ুন: মেরি-গো-রাউন্ডে ফেলুদা, বিভ্রান্ত দর্শক

একিদন হঠাৎ করেই তুহিন ও অনিন্দিতার ঘনিষ্ঠ মুহূর্ত সৌগতর চোখে পড়ে যায়। গল্প মোড় নেয় অন্যদিকে।

ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন জয় ভদ্র। বাংলার পাশাপাশি পোল্যান্ডের স্থানীয় ভাষায় ডাবিং করে সেখনাকার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘অসতী’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *