শাশ্বত আর কৌশিকদার ফেভারিট টার্গেট ছিলাম আমি: সুনীতা
RBN Web Desk: ‘এক আকাশের নীচে’র সেটে শাশ্বত চট্টোপাধ্যায় ও কৌশিক সেনের ফেভারিট টার্গেট ছিলেন তিনি, জানালেন অভিনেত্রী সুনীতা সেনগুপ্ত। ২০০২ সালে রবি ওঝার পরিচালনায় এই মেগাধারাবাহিকে সুনীতা, শাশ্বত চট্টোপাধ্যায় ও কৌশিক সেন ছাড়াও অভিনয় করেছিলেন সুমিত্রা মখোপাধ্যায়, দেবলীনা দত্ত, চৈতী ঘোষাল, রজতাভ দত্ত ও সুদীপা বসু। টানা তিনবছর জনপ্রিয়তার শিখরে থাকার পর ২৮ জানুয়ারি ২০০৫-এ শেষ হয় এই ধারাবাহিক।
করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউনের জেরে বন্ধ সমস্ত ধারাবাহিকের শুটিং। বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলে তাই পুনঃসম্প্রচারিত হচ্ছে একাধিক পুরোনো ধারাবাহিক। এর মধ্যে রয়েছে ‘এক আকাশের নীচে’ও। এই ধারাবাহিকে ডাক্তার জুলিয়া বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন সুনীতা।
আরও পড়ুন: দ্রৌপদীর ট্যাটুকে কটাক্ষ ‘ভীষ্ম’ মুকেশের
“ধারাবাহিকটা আবার দেখছি আর অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে,” রেডিওবাংলানেট-কে জানালেন বর্তমানে মুম্বই নিবাসী সুনীতা। “ওই সময়ের অনেকেই এখন আর জীবিত নেই। রবি ওঝা, সুমিত্রাদি এমনকি এই ধারাবাহিকের কাহিনীকার শর্মিলা মুখোপাধ্যায়ও নেই। বাকি সকলের কথা খুব মনে পড়ছে, যেমন চৈতীদি, কমলিকা (বন্দ্যোপাধ্যায়), রনিদা (রজতাভ), অপু (শাশ্বত)। সকলে মিলে খুব মজা করে কাজ করতাম তখন। সুদীপাদি, দেবলীনার সঙ্গে এখনও যোগাযোগ আছে। কলকাতায় গেলে দেখা হয়।”
এখনও অবধি সুনীতার অভিনীত শেষ বাংলা ধারাবাহিক ‘এক আকাশের নীচে’। এরপরেই তিনি মুম্বই চলে যান। “অপু আর বাবানদা (কৌশিক) সেটে সারাক্ষণ আমাকে খেপাত,” স্মৃতি হাতড়ে বললেন সুনীতা। “তখন হর্ষের (ছায়া) সঙ্গে আমার বিয়ে সামনেই। আমিও মুম্বই শিফট করব। ওরা দুজনে সুযোগ পেলেই আমার পিছনে লাগত। অপুর সঙ্গে পরেও কাজ করেছি। অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের একটা টেলিফিল্মে আমি, অপু আর রনিদা ছিলাম।”
বাংলা ছবি বা ধারাবাহিকে এত অনিয়মিত হয়ে গেলেন কেন? “তেমন কোনও কাজ পাই না তো। ভালো চরিত্র পেলে নিশ্চয়ই করব,” বললেন সুনীতা।
বর্তমানে গৃহবন্দী হয়ে দিন কাটালেও কিছুদিন আগে কয়েকটি বিজ্ঞাপনী ছবি ও শর্ট ফিল্মের কাজ করেছেন সুনিতা। এছাড়া হিন্দীতে পরিচালক বিপিন নাদকার্নি ও অনন্ত মহাদেবনের ছবিতে অভিনয় করেছেন। “তবে এই পরিস্থিতিতে সেগুলো কবে মুক্তি পাবে তা ঠিক জানি না,” বললেন তিনি।
বাংলায় অরিন্দম ভট্টাচার্যের পরবর্তী ছবি ‘অন্তর্ধান’-এ একটি ছোট চরিত্রে দেখা যাবে তাঁকে।