ভিসা জটিলতা, নেই তাসনিয়া ফারিন
RBN Web Desk: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। আপাতত সেখানে সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার। জাতীয় নির্বাচন কবে হবে কোনও ঠিক নেই। ভারতে আসার ভিসাও পাওয়া যাচ্ছে না। তাই ‘প্রতীক্ষা’ ছবিতে থাকছেন না তাসনিয়া ফারিন (Tasnia Farin)। অভিজিৎ সেনের পরিচালনায় এ ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করার কথা ছিল তাঁর।
শোনা যাচ্ছে, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ওয়ার্কশপ ও শুটিংয়ে যোগ দিতে পারবেন না তাসনিয়া। এমতাবস্থায় অন্য অভিনেত্রীর খোঁজ চলছে। উঠে এসেছে আরেক বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়ার নাম। তবে তাঁর ক্ষেত্রেও একই সমস্যা। তাঁকেও নেওয়া সম্ভব হচ্ছে না। নির্মাতারা তাই কলকাতার কোনও অভিনেত্রীকেই নিতে চাইছেন।
আরও পড়ুন: হস্টেজ ক্রাইসিস নিয়ে পুজোয় ‘টেক্কা’
গতবছর অতনু সেনের পরিচালনায় ‘আরো এক পৃথিবী’ ছবিতে অভিনয় করেছিলেন তাসনিয়া। ‘কারাগার’ ওয়েব সিরিজ়েও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।