এপার বাংলার ছবিতে শবনম বুবলী

RBN Web Desk: প্রত্যেক প্রতিষ্ঠিত মানুষেরই জীবনে উত্তরণের গল্প থাকে। সেই উত্তরণের কাহিনিতে চড়াই যেমন থাকে, উৎরাইও তেমন থাকে। সেরকমই চড়াই-উৎরাইয়ের কাহিনি নিয়ে আসছে রাশেদ রাহার ছবি ‘ফ্ল্যাশব্যাক’। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে প্রকাশিত হল সেই ছবির টিজ়ার-পোস্টার।

এই ছবির তিন মুখ্য চরিত্রে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Koushik Ganguly), সৌরভ দাস (Sourav Das) ও বাংলাদেশের অভিনেত্রী শবনম বুবলী (Shobnom Bubly)। কৌশিক এখানে অঞ্জন নামে এক মঞ্চাভিনেতার চরিত্রে অভিনয় করছেন। তবে অঞ্জন এখন আর মঞ্চাভিনেতা নন, বাস্তবাভিনেতা। ছবিতে ডিকে নামের এক ভবঘুরের ভূমিকায় রয়েছেন সৌরভ। অপরদিকে এক চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় রয়েছেন শবনম। ছবিতে তাঁর নাম শ্বেতা। এক পাহাড়তলিতে তাদের দেখা হওয়ার পর শুরু হয় এক নতুন অঙ্ক।

আরও পড়ুন: অন্তত পাঁচ বছর থিয়েটার করার পরামর্শ মনোজের

ছবির কাহিনিকার রাশেদ ও খায়রুল বাসার নির্ঝর। চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন নির্ঝর।

‘ফ্ল্যাশব্যাক’-এর কলকাতা পর্বের শ্যুটিং শেষ। বাকি কাজ হবে উত্তরবঙ্গের পাহাড়ে।

রাশেদ জানালেন, “অঞ্জনের চরিত্রে কৌশিকদা দুর্দান্ত কাজ করেছেন অনবদ্য। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও শবনম অসাধারণ।”

Shobnom Bubly

সৌরভের সঙ্গে বুবলী

শবনম জানালেন, “ভারতীয় ছবিতে অভিনয় করতে পারা আমার পক্ষে খুব ভালো লাগার বিষয়।”

এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রের মধ্যে একটা আলাদা মজা আছে বলে মনে করেন সৌরভ। “এই প্রথম বুবলীর সঙ্গে কাজ করলাম। আশা করি দর্শকের ছবিটি ভালো লাগবে।”

এই বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফ্ল্যাশব্যাক’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *