ডুয়ার্সের জঙ্গলে চার বন্ধুর ‘আবার অরণ্যে দিনরাত্রি’
RBN Web Desk: উত্তরবঙ্গের জঙ্গলের সৌন্দর্য এবং রহস্য, দুই নিয়েই নতুন করে কিছু বলার নেই। বারবার দেখেও যেন সেই ভালোলাগা ফুরোয় না। সেই ভালোলাগাকেই উস্কে দিতে আসছে চার বন্ধুর গল্প। পরিচালক সুমন মৈত্রের (Suman Maitra) ছবি ‘আবার অরণ্যে দিনরাত্রি’ (Abar Arownne Din Ratri) সেই জঙ্গলের গল্প বলবে। ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার (Paayel Sarkar), রূপসা মুখোপাধ্যায় (Rupsa Mukherjee), অলিভিয়া সরকার (Alivia Sarkar), যুক্তা রক্ষিত, তনিমা সেন, পার্থসারথি দেব ও আরিয়ান। গতকাল ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে হাজির ছিলেন শিল্পীরা।
ছবির কাহিনি কী নিয়ে?
নন্দিনী তার বন্ধু এনাক্ষী, শ্বেতা আর মিঠিকে নিয়ে বেড়াতে যায় ডুয়ার্সের জঙ্গলে। উদ্দেশ্য তার ভ্লগ মুসাফিরানার জন্য ভিডিয়ো শুট করা এবং ছুটি কাটানো। জঙ্গলের সৌন্দর্য, নির্ভেজাল আড্ডা, দারুণ খাওয়াদাওয়া নিয়ে মেতে ওঠে সকলে। একইসঙ্গে চলতে থাকে চার বন্ধুর নিজস্ব দর্শন, লড়াই আর প্রতিবন্ধকতার গল্পও।
“এই ছবিটা বন্ধুদের, বন্ধুত্বের গল্প বলে। সেই সঙ্গে একটা জার্নি, বেড়াতে যাওয়া সব মিলিয়ে খুব মজাদার ছবি। আশা করব দর্শকের ভালো লাগবে,” বললেন পায়েল।
আরও পড়ুন: মধুবালার বায়োপিক
“সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ থেকে এই ছবির গল্পটা অনুপ্রাণিত”, বললেন সুমন। “চার বন্ধুর একসঙ্গে বেরিয়ে পড়া এবং প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে এই জার্নি এবং তাদের জীবনকে দেখার ছবি ‘আবার অরণ্যে দিনরাত্রি’। একেবারে অন্যরকম গল্প বলবে এই ছবি।”
৫ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি।