অলৌকিকের মাঝে থাকছে প্রেম-ভালোবাসার গল্পও
RBN Web Desk: বাঙালি ভয় পেতে ভালোবাসে। বাংলায় ভৌতিক গল্প নিয়ে সিনেমাও কম হয়নি। তবে বাংলা টেলিভিশনের পর্দায় অলৌকিক বা অতিপ্রাকৃতিক গল্প নিয়ে ধারাবাহিক হয়নি বললেই চলে।
সম্প্রতি একটি বেসরকরী চ্যানেলে শুরু হয়েছে নিশিরাতের হাতছানি ধারাবাহিকটি। তবে এটি কোনও মৌলিক গল্প নয়। জনপ্রিয় হিন্দী ধারাবাহিক কয়ামাত কি রাত-ই বাংলায় ডাব্ করে দেখানো হচ্ছে নিশিরাতের হাতছানি।
তবে ৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক নিশির ডাক। নিশির নামভূমিকায় অভিনয় করছেন সৌরিতি বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শ্রীময়ী নামের চরিত্রে দেখা যাবে টুম্পা ঘোষকে।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
কি ভাবে এগোবে নিশির ডাকের গল্প?
সংবাদমাধ্যমকে টুম্পা জানালেন, মা কালীর ভক্ত শ্রীময়ী বিয়ের আগে নানারকম অদ্ভূত স্বপ্ন দেখতে থাকবে। বিয়ের পর একদিন বাড়ি ফেরার সময় এক পরিত্যক্ত মন্দিরের সামনে একটি বাচ্চাকে পড়ে থাকতে দেখে, সে তাকে বাড়ি নিয়ে আসবে। ঘটনাচক্রে সেই মেয়েটির নাম তারা, যা দুর্গা বা কালীর আরেকটি নাম। এর কিছুদিন পর এক তান্ত্রিক এসে দাবী করবেন যে সেই বা্চ্চাটিক তাকে দিয়ে দিতে হবে। শ্রীময়ী এই দাবী মেনে নিতে পারে না। এরই মাঝে নিশি ছলচাতুরি করে শ্রীময়ীর সংসারে প্রবেশ করবে, গোল বাধাবে তার বৈবাহিক জীবনে। এভাবেই এগোবে গল্প। ধারাবাহিকের নাম নিশির ডাক মানেই সবকিছু অলৌকিক দেখানো হবে, এমন কিন্তু নয়। প্রেম-ভালোবাসার গল্পও থাকছে এই ধারাবাহিকে, জানালেন টুম্পা।