সোহম, মধুমিতার সঙ্গে থ্রিলার ছবিতে ওপার বাংলার পরীমণি
RBN Web Desk: প্রথমবার ভারতীয় বাংলা ছবিতে কাজ করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Pori Moni)। পরিচালক দেবরাজ সিংহের ‘ফেলু বক্সী’ (Felu Bakshi) ছবিতে পরীমণির সঙ্গে অভিনয় করবেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও মধুমিতা সরকার (Madhumita Sarcar)। এছাড়াও ছবিতে থাকবেন শতাফ ফিগার (Shataf Figar) ও সৃজিত আয়ুষ্মান সরকার।
থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় থাকছেন সোহম। চালাক-চতুর, টেক-স্যাভি এবং পেশায় গোয়েন্দা হলেও আসলে ফেলু খুব সাধারণ একটি ছেলে। তার অন্যতম দুটি ভালোবাসার জায়গা হলো খাওয়া এবং গোয়েন্দাগিরি করা। সেদিক দিয়ে দেখলে এই প্রথমবার সোহমকে কোনও ছবিতে গোয়েন্দার চরিত্রে দেখা যাবে। মধুমিতা রয়েছেন রেডিয়ো জকি দেবযানীর চরিত্রে। সে ফেলুর সহকারীও বটে। পরীমণির চরিত্রের নাম লাবণ্য। সে বোস্টন থেকে কলকাতায় আসে। ছবির বাকি কাহিনি এখনই জানা না গেলেও চরিত্রদের লুক প্রকাশ্যে এসেছে আজই।
আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু
ছবিতে চিত্রগ্রহণের দায়িত্বে আছেন সুদীপ্ত মজুমদার। সঙ্গীত পরিচালনায় অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। পরীমণির উপস্থিতি নিঃসন্দেহে দুই বাংলায় ছবিটির গুরুত্ব বাড়াবে বলেই মনে করছে প্রযোজনা সংস্থা।
২৭ মার্চ থেকে কলকাতায় শুরু হচ্ছে ছবির শুটিং।