মানুষ জানেন আমি কোনও রাজনীতির মধ্যে থাকি না: শিবপ্রসাদ
কলকাতা: তাঁর কাজ ছবি করা। তাই কোনওরকম রাজনৈতিক ভেদাভেদের মধ্যে তিনি থাকতে চান না বলে জানালেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সম্প্রতি তাঁর ও নন্দিতা রায়ের পরিচালিত ‘গোত্র’ পঁচিশ দিন পূর্ণ করল বক্স অফিসে। সেই উপলক্ষে দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিবপ্রসাদ সহ এই ছবির শিল্পী ও কলাকুশলীরা।
‘গোত্র’র সাফল্যের কারণ হিসেবে ছবির পারিবারিক প্রেক্ষাপট বা ধর্মীয় দৃষ্টিকোণ, কোনওটিকেই বড় করে দেখতে নারাজ শিবপ্রসাদ। “আমার মনে হয় ছবিটার সঙ্গে মানুষ নিজেদেরকে রিলেট করতে পারছেন,” রেডিওবাংলানেট-কে বললেন তিনি। “যে সমাজে আমরা বাস করি সেখানে মানুষকে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, সেই কারণেই ছবিটা তাঁদের ভালো লাগছে।”
আরও পড়ুন: নিঃস্ব জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার, অর্থ সংগ্রহে শুভানুধ্যায়ীরা
তবে সম্প্রীতির বার্তা স্পষ্ট ‘গোত্র’তে। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি কোনওভাবে প্রভাবিত করেছে এই ছবিকে?
“একেবারেই না,” দাবী শিবপ্রসাদের। “ছবিটাতে সাধারণ মানুষের জীবনযাত্রাই দেখানো হয়েছে। এখানে রাজনীতি কোনওভাবেই জড়িয়ে নেই। মানুষ জানেন যে আমি কোনও রাজনীতির মধ্যে থাকি না। শিল্পী বা পরিচালক হিসেবে আমার যা বলার সেটা আমি ছবির মাধ্যমেই বলব। কোনও রাজনৈতিক মঞ্চে দেখতে পাবেন না আমাকে।”
নিজের কাজ নিয়েই থাকতে ভালোবাসেন বলে জানালেন পরিচালক। তাই বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যতই ভাগাভাগি হোক, তাঁদের বক্তব্য তাঁরা নিজেদের ছবির মধ্যে দিয়েই জানাবেন বলে জানালেন শিবপ্রসাদ।
ছবি: অর্ক গোস্বামী