লতার কোলে ভবিষ্যতের তারকা, স্মৃতিতে ডুব দিলেন গায়িকাও
RBN Web Desk: সোশ্যাল মিডিয়ায় তাঁর ও কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের একটি ছবি পোস্ট করেছেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। আর তা দেখেই স্মৃতিতে ডুব দিলেন গায়িকা। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে টুইটারে হামেশাই বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন ঋষি। পুরোনো অনেক ছবিও পোস্ট করেন তিনি।
ঋষির সম্প্রতি পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিন মাস বয়সী ভবিষ্যতের তারকাকে কোলে নিয়েছেন লতা। ঋষি লিখেছেন, এই ছবিটি খুব সম্ভবত তাঁর ২-৩ মাস বয়স নাগাদ তোলা। কিছুদিন আগে তিনি খুঁজে পেয়েছেন সেটি। সুর সাম্রাজ্ঞী লতার আশীর্বাদ তাঁর ওপর সবসময়ই ছিল, লিখেছেন তিনি।
नमस्ते लता जी। आपके आशीर्वाद से देखिए मुझे अपनी दो या तीन महीने वाली अपनी पिक्चर मिल गई। सदा आपका आशीर्वाद रहा है मुझ पर। बहुत बहुत धानियवाद। क्या मैं दुनिया को बता सकता हूँ ये तस्वीर ट्विटर पे डाल के?ये एक बेशक़ीमती पिक्चर है मेरे लिए! pic.twitter.com/qbrCZYBBeR
— Rishi Kapoor (@chintskap) January 28, 2020
উত্তরে লতা লেখেন যে ছবিটা দেখে খুব খুশি হয়েছেন তিনি। এই ছবিটা তিনিও খুঁজে পাচ্ছিলেন না। ওই দিন রাজ কাপুর ও তাঁর স্ত্রী কৃষ্ণা কাপুর ছোট্ট ঋষিকে তাঁর কোলে দিয়েছিলেন। ৬৭ বছর বয়সী ঋষির সুস্বাস্থ্য কামনা করেন লতা।
আরও পড়ুন: টেলিভিশনে ফিরছেন প্রিয়াঙ্কা সরকার
১৯৭০ সালে রাজ কাপুর পরিচালিত ‘মেরা নাম জোকার’-এ প্রথম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ঋষি। তবে তাঁর তিন বছর বয়সে ‘শ্রী ৪২০’ ছবিতে ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানে দাদা রনধীর ও দিদি রীতুর সঙ্গে বৃষ্টিতে হেঁটে যাওয়ার দৃশ্যে ছিলেন ঋষি।