টেলিভিশনে এবার প্লেব্যাকও করলেন প্রিয়াঙ্কা
RBN Web Desk: টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এক জনপ্রিয় বাংলা বেসরকারী চ্যানেলে একটি পারিবারিক গেম শো-এর সঞ্চালকের ভূমিকায় থাকছেন তিনি। শো-এর নাম ‘সুপার ফ্যামিলি’। বিভিন্ন পাড়ায় ঘুরে হবে এই শো-এর শুটিং। মোট পাঁচটি রাউন্ড থাকবে এক একটি পর্বে। সেগুলো হলো ‘ধর তো দেখি’, ‘লে হালুয়া’, ‘শাঁখের করাত’, ‘কপাল জোরে’ এবং ‘বাকিটা ব্যক্তিগত’। বিজয়ীর পুরস্কার মূল্য ₹৫১ হাজার।
শুধু সঞ্চালনাই নয়, ‘সুপার ফ্যামিলি’র জন্য এবার প্লেব্যাকও করলেন প্রিয়াঙ্কা। দ্রোণ আচার্যর কথায় এবং সায়ন্তন দাশগুপ্তর সুরে এই শো-এর শীর্ষসঙ্গীতটি গেয়েছেন প্রিয়াঙ্কা। জীবনে প্রথমবার প্লেব্যাক করতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। “চ্যানেলের তরফ থেকে প্লেব্যাক করার প্রস্তাবটা হঠাৎ করেই আসে,” সংবাদমাধ্যমকে জানালেন প্রিয়াঙ্কা। “এর আগে কখনও প্লেব্যাক করিনি। এটা একেবারেই অন্যরকম একটা অভিজ্ঞতা।”
আরও পড়ুন: খেল দিখা সকোগে না?
এর আগে ‘খেলা’ ও ‘নানা রঙের দিনগুলি’র মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। পরে ‘মহানায়ক’-এর মতো ধারাবাহিকেও কাজ করেছেন তিনি।
১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ‘সুপার ফ্যামিলি’র সম্প্রচার।