সত্যজিতের তিনটে ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন মাধবী

RBN Web Desk: পরপর তিন বছর তিনটে ছবি। তারপর সত্যজিৎ রায়ের কোনও ছবিতে তাঁকে আর দেখা যায়নি। তবু পরবর্তীকালে পরিচালকের তিনটে ছবির প্রস্তাবে সরাসরি ‘না’ বলে দিয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। সম্প্রতি সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন আশির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা অভিনেত্রী।

মাধবী মনে করেন দু’ধরণের শিক্ষক হন। প্রথম, তিনি যা শেখান তা শুনে বাড়ি গিয়ে পড়াশোনা করলে বিষয়কে আয়ত্তে আনা যায়। আর দ্বিতীয়, তিনি যা বোঝান তা এতটাই প্রাঞ্জল হয় যে আলাদাভাবে কোনও পড়াশোনার দরকার পড়ে না। সত্যজিৎ ছিলেন সেই দ্বিতীয় ধরণের শিক্ষক।

আরও পড়ুন: বিরাট দায়িত্ব মনে করছেন সুমন, অর্ণ, কিঞ্জল

১৯৬৩ সালে সত্যজিতের ‘মহানগর’ ছবিতে আরতির ভূমিকায় অভিনয় করেন মাধবী। তার তিন বছর আগে ১৯৬০-এ মৃণাল সেনের ‘বাইশে শ্রাবণ’ দিয়ে পর্দায় হাতেখড়ি হয়েছে মাধবীর।’মহানগর’ ছবির অডিশনের জন্য তিনি পরিচালকের সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলেন তাঁর ট্যাক্সিভাড়া দিয়ে দেওয়ার শর্তে। পরে সেটাই হয় সত্যজিতের সঙ্গে তাঁর প্রথম ছবি।

এরপর ১৯৬৪-তে মুক্তি পায় ‘চারুলতা’। এই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ কাহিনী অবলম্বনে। তাই সেই নামে ছবিটি করতে চেয়েছিলেন সত্যজিৎ। তবে ১৯৫১ সালে সুনন্দা দেবী ও উত্তম কুমার অভিনীত একটি ছবি এই একই নামে রেজিস্ট্রি হয়ে যাওয়ায় অন্য নাম ভাবতে হয়েছিল। সেক্ষেত্রে ছবির নাম ‘অমল’, ‘ভূপতি’ ও ‘চারুলতা’ ভাবা হলেও শেষেরটিই সকলের পছন্দ হয়। মাধবীর মতে, সকলেই আশা করেছিলেন কান ফিল্ম উৎসবে ‘চারুলতা’ পুরস্কৃত হবে। তবে সত্যজিৎ উপস্থিত থাকলেও আর্থিক অসুবিধার কারণে মাধবীর সেই উৎসবে যাওয়া হয়ে ওঠেনি। 

আরও পড়ুন: শঙ্কু থিম পার্ক পেতে চলেছে শহর

১৯৬৫-তে ‘কাপুরুষ’-এর পর আর সত্যজিতের সঙ্গে আর ছবি করেননি মাধবী। এই নিয়ে দর্শকমহলে নানা গুঞ্জন থাকলেও দু’পক্ষের কেউই মুখ খোলেননি। মাধবীর মতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ১৪টি ছবি করা সত্বেও সেই নিয়ে কেউ একটি কথাও বলেননি। অথচ তাঁর সঙ্গে ‘চারুলতা’ করার সময় থেকেই দুজনের ব্যক্তিগত সম্পর্ককে জড়িয়ে নানারকম কথা শোনা যেতে থাকে।




নোংরা রাজনীতি পছন্দ করতেন না বলে সত্যজিতের ‘নায়ক’ ও ‘অশনি সংকেত’ ছবির প্রস্তাব পেয়েও তিনি রাজি হননি। মাধবী জানিয়েছেন, সেই সময়ের বিশিষ্ট সাংবাদিক সেবাব্রত গুপ্তকে সত্যজিৎ বলেছিলেন তাঁকে ‘ঘরে বাইরে’র জন্য রাজি করাতে। কিন্তু মাধবীর আত্মসম্মানে আঘাত লাগে। তাই ছবিগুলো করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। যদিও সত্যজিৎকে তিনি রাজি না হওয়ার কারণ জানাননি, দাবি মাধবীর।

অভিনেত্রী জানিয়েছেন, ওই চরিত্রগুলো পেতেই হবে, এমন কোনও মনোভাব তাঁর ছিল না। তাঁর রাজি না হওয়ার যথেষ্ট কারণ ছিল। মাধবী মনে করেন সত্যজিৎ নিশ্চয়ই বুঝেছিলেন তাঁর ‘না’ বলার বিশেষ কোনও কারণ আছে।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *