খল চরিত্রে দেবলীনা দত্ত
RBN Web Desk: ছোট পর্দায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় টিভি তারকা দেবলীনা দত্ত মুখোপাধ্যায়। জামাই রাজা ধারাবাহিকের আগামী কয়েকটা পর্বে দেখা যাবে তাকে।
পারিবারিক কাহিনী হিসেবে শুরু হলেও সম্প্রতি ট্র্যাক পাল্টে থ্রিলার সিরিজ়ে পরিণত হয়েছে অর্জুন চক্রবর্তী, চৈতী ঘোষাল, ও শ্রীমা ভট্টাচার্য অভিনীত এই ধারাবাহিক। শুরুতে ইশানের (অর্জুন) সাথে তার শাশুড়ির (চৈতী) টানাপোড়েনের গল্পই ছিল জামাই রাজার মূল প্লট। কিন্তু পড়তে থাকা টি আর পি’র ধাক্কা সামলাতে চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকটিকে থ্রিলারে রূপান্তরিত করে। নতুন নামকরণ হয়: জামাই রাজা অসাধ্য সাধন। চৈতী এবং শ্রীমার চরিত্রের উপস্থিতি এখন সামান্যই। এতে যে দুই অভিনেত্রী মোটেই খুশি হননি তা বলাই বাহুল্য।
জেলভাঙা দুর্গা! নামকরণেই বাজিমাৎ করতে চাইছে চিৎপুর
বর্তমান ফরম্যাটে জামাই রাজার এক-একটি গল্পের দৈর্ঘ্য ৮-১০ এপিসোড। এমনই একটি সীমিত সময়ের গল্পে দেখা যাবে দেবলীনাকে। মুখ্য খল চরিত্রে অভিনয় করছেন তিনি।
ভালোই লাগছে, সংবাদমাধ্যমকে বললেন দেবলীনা। সখী ধারাবাহিকের অনেকেই, যেমন মানালী, এই সিরিয়ালের সাথে যুক্ত। তাছাড়া ইউনিটেও অনেক পরিচিত মুখ, বললেন তিনি।
অ্যাডভেঞ্চারের খোঁজে এবার পরম, কোয়েল, গৌরব
বর্তমানে স্বামী তথাগত মুখোপাধ্যায়ের সাথে ছবি প্রযোজনা-পরিচালনার কাজেই বেশি ব্যস্ত দেবলীনা। তাদের বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের ছবি ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়েছে।