জন্মদিনে ‘পূরবী’র সুচিত্রা-স্মরণ
RBN Web Desk: তাঁর উদাত্ত কন্ঠে ‘কৃষ্ণকলি’ আপামর বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে। সাবলীল উচ্চারণ এবং সুরের প্রলেপে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে যিনি সাধারণ মানুষের কাছে এক উচ্চমার্গের আসনে বসিয়েছিলেন তিনি সুচিত্রা মিত্র।
রবীন্দ্রনাথের কাছে গান শেখার সুযোগ হয়নি সুচিত্রার। এ আক্ষেপ সারাজীবন বহন করেছেন তিনি। ছেলেবেলায় মা সুবর্ণলতার কাছে গান শেখার হাতেখড়ি, একটু বড় হবার পর পিতৃবন্ধু পঙ্কজ কুমার মল্লিক। বেথুন স্কুলে গান শিখেছেন অমিতা সেনের কাছে। তারপর শান্তিনিকেতনে, সঙ্গীত ভবনে। কলাভৃৎ সঙ্গীতকার ভি ভি ওয়াঝলওয়ার শেখালেন শাস্ত্রীয় সঙ্গীত। শৈলজারঞ্জন মজুমদার, ইন্দিরা দেবী আর শান্তিদেব ঘোষের কাছে শিখলেন রবীন্দ্রনাথের গান।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
১৯ সেপ্টেম্বর, তাঁর ৯৬তম জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘পূরবী’। বিশ্বজুড়ে মহামারী পরিস্থিতি তাই এই উৎসব দেখা যাবে অনলাইনে, সুচিত্রা মিত্রের শিষ্যা মন্দিরা মুখোপাধ্যায়ের পেজ থেকে। ‘পূরবী’র সদস্যদের গান ছাড়াও থাকবে সুচিত্রাকে নিয়ে বিশিষ্টজনদের স্মৃতিচারণা ‘স্মৃতি পটে লিখা’। এছাড়াও থাকবেন আমন্ত্রিত সঙ্গীতশিল্পীদের অনুষ্ঠান।
এবারের সুচিত্রা মিত্র উৎসবে ‘পূরবী’র ভাবনা ‘বীণা’।