আমার থেকেই ‘কাকাবাবু সমগ্র’ নিয়ে পড়েছিল সৃজিত: রূপম

কলকাতা: তাঁর কাছ থেকেই ‘কাকাবাবু সমগ্র’ নিয়ে পড়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়, এমনটাই জানালেন সঙ্গীতশিল্পী রূপম ইসলাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের সন্তু-কাকাবাবু সিরিজ়ের গল্প ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ পরিচালনা করেছেন সৃজিত। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রূপম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইন্দ্রদীপের সুরে এই সিরিজ়ের তিনটি ছবিরই শীর্ষসঙ্গীত গেয়েছেন রূপম। এবারও কাকাবাবু ও সন্তুর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও আরিয়ান।

“ছোটবেলা থেকেই কাকাবাবু আমার খুব প্রিয় চরিত্র,” বললেন রূপম। “’মিশর রহস্য’-এর পর ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ (‘ইয়েতি অভিযান’) এবং ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ নিয়ে সৃজিতকে ছবি করার কথা বলি। ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ আমার খুব প্রিয় গল্প। দ্বিতীয় প্রিয় গল্প ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’। এই কাহিনী অবলম্বনেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ তৈরি হয়েছে।”

এই ছবির সঙ্গীতের কাজ পুরোটাই লকডাউন চলাকালীন হয়। হোয়াটস্যাপ ও অন্যান্য চ্যাটের মাধ্যমেই সুর তৈরি করা হয়েছিল বলে জানালেন ইন্দ্রদীপ।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

কিনিয়া ও দক্ষিণ আফ্রিকায় হয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শুটিং। “আমরা অভিনেতারা অনেক সময়ই পরের দিন শুটিংয়ে সহশিল্পী কারা থাকছেন, তাঁদের নাম জিজ্ঞাসা করে থাকি,” জানালেন প্রসেনজিৎ। “এই ছবির ক্ষেত্রে জিজ্ঞাসা করলে উত্তর পেতাম সহশিল্পী হলো কোনও বাঘ, হাতি বা সাপ। এদের সঙ্গেই বেশিরভাগ দিন শুটিং করেছি।”

২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘মিশর রহস্য’। এই আট বছরে বয়স বেড়েছে আরিয়ানের। “এই বয়সের বৃদ্ধিটাকে সৃজিত খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। দর্শক পর্দায় সন্তুর উত্তরণটা উপভোগ করবেন,” বললেন প্রসেনজিৎ।



“আমরা যেদিন কলকাতায় ফিরি, সেটা ছিল লকডাউনের আগে শেষ ফ্লাইট,” জানালেন আরিয়ান। “তারপর তো এ জগৎ অনেক কিছু দেখল, যার অভিজ্ঞতা আমাদের ছিল না। আশা করব পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে।”

কোভিড পরিস্থিতির জন্য একাধিকবার পিছিয়েছে এই ছবির মুক্তি। অবশেষে ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *