বিষণ্ণ শহরকে নিয়ে স্নিগ্ধজিতের প্রথম মৌলিক গান
RBN Web Desk: শহরজুড়ে দিনদিন বাড়ছে করোনার প্রকোপ। বর্তমানে দৈনিক সংক্রমণের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ভালো নেই কেউ। সর্বক্ষণ এক অজানা ভয়ে ভীত সবাই। এরই মধ্যে ঘটে গেছে আম্ফান। যে শহর একদিন রাঙা সূর্যের আলোর মতো হেসে উঠত সেই শহর আজ কেমন যেন বিষণ্ণ।
কলকাতার এহেন বিষণ্ণতা নিয়ে মুক্তি পেল স্নিগ্ধজিৎ ভৌমিকের প্রথম মৌলিক গান ‘আমার শহরের মন খারাপ‘। গানটি লিখেছেন এবং সুর করেছেন সৈনিক দে। “গানটা কিন্তু এই পরিস্থিতিতে লেখা না,” রেডিওবাংলানেট-কে জানালেন স্নিগ্ধজিৎ। “আমার একটি গানের দল আছে ‘স্নিগ্ধজিৎ অ্যান্ড লাইভলাইন’। সৈনিকদা সেই দলেরই একজন সদস্য। এই গানটা যখন লেখা হয় তখন আমাদের শহরের এরকম পরিস্থিতি ছিল না। আসলে যখন আমাদের নিজেদের মন খারাপ থাকে, তখন চারপাশের কোনওকিছুই ভালো লাগে না। সবকিছুই কেমন যেন ফাঁকা-ফাঁকা মনে হয়। ঠিক সেরকম একটা অবস্থার কথা ভেবেই এই গানটা লেখা হয়েছে।”
আরও পড়ুন: ঋষিকে হারিয়ে দিয়েছিলেন রাজেশ?
লকডাউনের সময় বাড়িতে বসে কিছু গান রেকর্ড করলেও এই ‘আমার শহরের মন খারাপ’ রেকর্ড করতে চাননি তিনি। “আমি চেয়েছিলাম পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গানটি আমি স্টুডিওতে রেকর্ড করব। এই মুহূর্তে দাঁড়িয়ে এই গানটির থেকে বাস্তব আর কিছু হতে পারে বলে আমি মনে করিনা। তাই চেয়েছিলাম গানটি যেন একটু সময় নিয়ে হলেও ভালোভাবে তৈরি হয়। কারণ আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এটাই প্রথম রিলিজ়,” জানালেন স্নিগ্ধজিৎ।
বাংলা রিয়্যালিটি শো-এর মঞ্চে তুমুল জনপ্রিয়তা পেলেও মৌলিক গানে স্নিগ্ধজিৎকে পাননি শ্রোতারা। ‘আমার শহরের মন খারাপ’-এ বিষণ্ণ কলকাতার চিত্ররূপ ফুটে উঠেছে অরিত্র সোমের অ্যানিমেশনের মাধ্যমে। “আমি এই পরিস্থিতিতে কোনও ভিডিও শুট করতে চাইনি। যখন ভাবছিলাম গানটা কীভাবে ভিজ়্যুয়ালাইজ় করব, তখনই অ্যানিমেশনের কথাটা মাথায় আসে,” জানালেন স্নিগ্ধজিৎ।