মহাভারতকে নতুন আঙ্গিকে তুলে ধরলেন শুভাপ্রসন্ন
RBN Web Desk: শত সহস্র বছর আগে রচিত মহাভারত আজও জীবনের সর্বক্ষেত্রে ভীষণভাবে প্রাসঙ্গিক। সেই প্রাসঙ্গিকতাকে বজায় রেখেই সম্প্রতি একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করলেন শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি সংস্থার উদ্যোগে আয়োজিত হয় ‘মিস্টিক অফ দ্য এপিক’ নামাঙ্কিত প্রদর্শনীতে প্রাচীন মহাভারতের বিভিন্ন ঘটনাকে তাঁর চিত্রকলার মাধ্যমে, নতুন আঙ্গিকে তুলে ধরেছেন শুভাপ্রসন্ন।
১৫ মার্চ প্রদর্শনীটির উদ্বোধন করেন চিত্র পরিচালক ও কবি পৃথ্বীশ নন্দী। শুভাপ্রসন্ন ছাড়াও উপস্থিত ছিলেন সেন্টার ফর ক্রিয়েটিভিটির অধ্যক্ষ রিচা আগরওয়াল এবং আরও অনেক বিদ্বজন।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
“মহাভারত যে শুধুমাত্র শৈল্পিক দিক থেকে উন্নত তা নয়, এই মহাকাব্যের এক একটি চরিত্রের এতরকম দৃষ্টিভঙ্গি, এমনকি রাজনৈতিক দিক থেকেও এর প্রাসঙ্গিকতা আমাকে আকর্ষণ করে। আমি সেই চেষ্টাটাই আমার ক্যানভাসে রঙ তুলির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি,” জানালেন শিল্পী।
“শুভাদার এই কাজের সঙ্গে জড়িত থাকতে পেরে আমরা গর্বিত,” জানালেন রিচা। “আমি আশা রাখি এই প্রদর্শনী সমস্ত শিল্পসচেতন মানুষের ভালো লাগবে।”
প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত।