ধ্বংস করা হোক তাঁর সব সৃষ্টি, ইচ্ছাপত্রে জানালেন সুমন

RBN Web Desk: সালটা ১৯৯২। প্রথম অ্যালবাম ‘তোমাকে চাই’। বদলে গেল বাংলা গানের খোলনলচে। কথা, সুর সবই ছকভাঙা। একটা গোটা প্রজন্ম বেড়ে উঠল তাঁর গানে। মন খারাপ করা বিকেলেই হোক, বা গড়িয়াহাটার মোড়, কবীর সুমন (তখন সুমন চট্টোপাধ্যায়) মানেই একটা বিপ্লব। প্রায় তিন দশক ধরে সেই ধারা বজায় রাখার পর এক ইচ্ছাপত্রে সুমন জানালেন, মৃত্যুর পর তাঁর সব সৃষ্টিকর্ম যেন ধ্বংস করে দেওয়া হয়।

‘সকলের অবগতির জন্য’ শিরোনামে নিজের হাতে লেখা ইচ্ছাপত্রে সুমন লিখেছেন, ‘আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনও স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ড ডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতা পুরসভার গাড়ি ডেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় সেগুলি ধ্বংস করার জন্য। আমার কোনও কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।’

বর্তমানে বাংলা খেয়াল নিয়ে গবেষণা করছেন সুমন। ইতিমধ্যেই সংগ্রহ করেছেন বিস্মৃত প্রায় কয়েকশো বাংলা খেয়াল। নিজেও নিয়মিত লিখছেন বন্দিশ। বাংলা মূলধারার সঙ্গীতে যে খেয়াল এখনও ব্রাত্য, তাই নিয়েও যথেষ্ট ক্ষোভ রয়েছে তাঁর।

আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি

সুমনের এহেন ইচ্ছাপত্রে স্বাভাবতই তোলপাড় বাংলার সঙ্গীতজগত। তবে তিনি হঠাৎ কেন এমন একটি ইচ্ছাপত্র লিখলেন সে ব্যাপারে সংবাদমাধ্যমকে কিছু জানাননি।  

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *