৩০ মার্চ পর্যন্ত বন্ধ সমস্ত শুটিং
কলকাতা: করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ৩০ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হল সমস্ত শুটিং। আজ নন্দনে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া, আর্টিস্টস ফোরাম, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা) ও প্রোডিউসার্স গিল্ডের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নসের সভাপতি অরূপ বিশ্বাস জানান যে ১৯ থেকে ৩০ মার্চ বন্ধ থাকবে সব বাংলা ধারাবাহিকের কাজও।
আরও পড়ুন: ৫০ দিন পূর্ণ করল ‘দ্বিতীয় পুরুষ’
আজ বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, প্রযোজক নিসপাল সিং রানে, আর্টিস্টস ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। ছিলেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় ও অভিনেত্রী জুন মালিয়াও।
অরিন্দম জানান, “দৈনিক শ্রমিকরা যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্থ না হন, সেটা আমরা দেখব।”
ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রোডিউসারসের প্রেসিডেন্ট শৈবাল বন্দ্যোপাধ্যায় জানান, “বাইরে যাঁরা শুটিংয়ে রয়েছেন তাঁদের কাল-পরশুর মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।”
টালিগঞ্জে শুটিং বন্ধের জেরে একাধিক ছবির মুক্তি পিছিয়ে যেতে পারে।