জুলাইয়ে বোধন! ফ্লোরে মৈনাকের নতুন ছবি

RBN Web Desk: গত বছর দুর্গাপুজো কেটেছে বিধিনিষেধের বেড়াজালে আটকে থেকে। ভরপুর ইচ্ছে থাকলেও কেউই সাহস করে সপরিবারে বাড়ি থেকে বেরোতে পারেননি। এ বছরেও অতিমারীর কোপ কতটা থাকবে কারোর জানা নেই। ফলে এ বছরের দুর্গোৎসবও একপ্রকার অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। এই ডিজিটাল যুগেও বাঙালির অধিকাংশ সাধ আহ্লাদ পূর্ণতা পায় বছরের এই পাঁচটি দিনকে ঘিরেই।

একই জিনিস দেখা যায় পুজোর সিনেমাকে কেন্দ্র করেও। বাংলা ছবির ধারা অনুযায়ী  সিনেমায় দুর্গাপুজোকে কেন্দ্র করে গল্প বলা হলে তা বাঙালির একটু বেশিই পছন্দের হয়ে ওঠে। এই আমেজকে ধরে রাখতেই এবার পুজোয় আসছে পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘একান্নবর্তী’। গতকাল প্রকাশিত ছবির পোস্টারে এর অর্থও পরিষ্কার করে দেওয়া হয়েছে ‘৫১ নয়, এক অন্ন’। ছবিতে বিভিন্ন ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য, সৌরসেনি মৈত্র, অলকনন্দা রায়, ও খরাজ মুখোপাধ্যায়। 

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

ছবির কাহিনী এক একান্নবর্তী পরিবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে। একই পরিবারে ভিন্ন চিন্তাধারার মানুষ থাকলেও পরিবারের বিপদের দিনে তারা এক হয়ে সবরকম প্রতিকূলতার মোকাবিলা করেন, এমনটাই বাঙালি বনেদি পরিবারের ঐতিহ্য হয়ে থেকেছে। নাহলে টিমটিম করে জ্বলতে থাকা ঠাকুর দালানের দুর্গাপুজোগুলো কবেই বন্ধ হয়ে যেত। তা কিন্তু হয় না। তাই ব্যানার্জী বাড়িতে এখনও পুজোকে কেন্দ্র করে শান্ত নিশ্চুপ খাঁ-খাঁ করা দালানটা যেন জেগে ওঠে। আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সকলের হইচইতে বাড়িটা কটাদিনের জন্য মেতে ওঠে। আনন্দে আবেগে উচ্ছ্বাসে উদযাপিত হয় উৎসব, মজবুত হয় পারিবারিক মূল্যবোধ। নতুন ছবি

গতবছর ‘চিনি’র পর আবারও এক পারিবারিক গল্প নিয়ে ছবি করতে চলেছেন মৈনাক। তেমন খোলসা করে কিছু না বললেও মৈনাক জানালেন, “‘একান্নবর্তী’ যৌথ পরিবারের গল্প। সময়ের সঙ্গে বড় পরিবারগুলো ভাঙতে-ভাঙতে বাড়ির পুজোকে ঘিরে সেই আবেগ প্রায় বিলুপ্ত হতে চলেছে। এটা সেই যৌথ পরিবারকে কেন্দ্র করে আনন্দ-মজা-দুঃখের মিষ্টি একটা ছবি বলা যেতে পারে যা এই দুঃসময়ে দাঁড়িয়ে পারিবারিক বন্ধনের কথা বলবে। মনে করিয়ে দেবে পুজো মানেই পরিবার, পুজো মানেই বাড়ি।” 

‘একান্নবর্তী’র শুটিং শুরু হবে ৮ জুলাই থেকে। দুর্গাপুজোয় ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *