শুরু থেকেই সচেতনভাবে সত্যজিৎ রায়ের অলঙ্করণ অনুসরণ করেছি: সৃজিত
কলকাতা: সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা ফেলুদার কাহিনী থেকে ওয়েব সিরিজ় করার সময় শুরু থেকেই সচেতনভাবে বইয়ের অলঙ্করণ অনুযায়ী দৃশ্য নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। গতকাল শহরে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ সিরিজ়ের প্রথম গল্প ‘দার্জিলিং জমজমাট’-এর ট্রেলার মুক্তির সময় এ কথা বললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র, জয় সরকার ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ফেলুদা ও তোপসের ভূমিকায় অভিনয় করছেন টোটা ও কল্পন।
“আমার কাছে ফেলুদা সবার আগে বই,” রেডিওবাংলানেট-কে বললেন সৃজিত। “তাই সত্যজিৎ রায়ের ছবি নয়, আমরা তাঁর স্কেচগুলো অনুসরণ করেছি। যেমন মগনলাল মেঘরাজের অলঙ্করণ উৎপল দত্তের চেহারার থেকে ছোটখাটো ও অনেক বেশি গোলাগাল। সেই জন্যই ওই চরিত্রে খরাজ মুখোপাধ্যায়কে নিয়েছিলাম।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
সন্দীপ রায়ের পরিচালনায় ‘বোম্বাইয়ের বোম্বেটে’ ছবিতে চলচ্চিত্র পরিচালক পুলক ঘোষালের চরিত্রে অভিনয় করেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ‘দার্জিলিং জমজমাট’-এ সেই চরিত্রে আছেন রাহুল বন্দ্যোপাধ্যায়।
“‘বোম্বাইয়ের বোম্বেটে’ মূল গল্পে পুলক ঘোষাল লালমোহনবাবুকে লালুদা বলে সম্বোধন করে। দুটি চরিত্রের মধ্যে বয়সের ফারাকটা বোঝানোর জন্য তাই আমরা রাহুলকে নিয়েছি। পুলকের যা বিবরণ সত্যজিৎ লিখে গেছেন, তার সঙ্গে রাহুল মানানসই,” বললেন সৃজিত।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
‘দার্জিলিং জমজমাট’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, বরুণ চন্দ, সুব্রত দত্ত, সুপ্রভাত দাস ও ফাল্গুনী চট্টোপাধ্যায়। সিরিজ়ের শীর্যসঙ্গীত রচনা করেছেন শ্রীজাত, সুরের দায়িত্বে রয়েছেন জয়।
১৭ জুন থেকে হইচই-তে দেখা যাবে ‘দার্জিলিং জমজমাট’।
ছবি: গার্গী মজুমদার