‘মাসুম’-এর সিক্যুয়েল করবেন শেখর?
RBN Web Desk: ‘মাসুম’-এর সিক্যুয়েল নিয়ে চিন্তাভাবনা করছেন পরিচালক শেখর কপূর। ১৯৮৩ সালে এই ছবি দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরিখ সিগালের ‘ম্যান, উওম্যান অ্যান্ড চাইল্ড’ অবলম্বনে নির্মিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, শবানা আজ়মি, উর্মিলা মাতোন্ডকর, আরাধনা শ্রীবাস্তব ও জুগল হংসরাজ।
শোনা যাচ্ছে, নতুন ছবিটির নাম হতে পারে ‘মাসুম…দ্য নিউ জেনারেশন’। তবে ছবির কাহিনি ও কলাকুশলী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন: রহস্য থ্রিলারে গৌরব, ঋত্বিকা
ভারতীয় চলচ্চিত্রে সর্বকালের অন্যতম সেরা ছবি হিসেবে বিবেচিত হয় ‘মাসুম’। রাহুল দেব বর্মণের সঙ্গীত এখনও মানুষের মুখে-মুখে ফেরে। ছবির চিত্রনাট্য ও গান লিখেছিলেন গুলজ়ার। গত চার দশকে কাল্ট ক্লাসিকের তকমা পেয়েছে ‘মাসুম’।
১৯৯৮ সালে ‘ব্যান্ডিট কুইন’ ছবির জন্য সেরা পরিচালকের জাতীয় পুরস্কার পান শেখর। তার পরের বছর তাঁর পরিচালিত ‘এলিজ়াবেথ’-এর নামভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর অ্যাকাডেমি পুরস্কার পান কেট ব্লানচেট।
ছবি: মিড ডে