রোমান্টিক কমেডিতে বনি-কৌশানী
কলকাতা: প্রেমে বিস্তর বাধা। তবু সেই বাধা দূর করে চার হাত এক হয়। মধ্যে ঘটে যায় নানা মজার ঘটনা। এরকম গল্প নিয়ে একসময় বহু জনপ্রিয় রোমান্টিক কমেডি ছবি তৈরি হয়েছে বাংলায়। সেরকমই এক ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক দেবরাজ সিংহ। ‘সব করো প্রেম করো না’ নামের এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাঁরা।
ছবির গল্প কী নিয়ে?
উত্তর কলকাতার এক বনেদি বাড়িতে জ্যেঠু ও কাকাদের সঙ্গে থাকে রনি (বনি)। ছোট থেকেই কাকারা তাকে প্রেম না করার চরম হুঁশিয়ারি দিয়ে এসেছে। রনি তাই সব মেয়েকে ভয় পায়। এমনকি তার অফিসের মহিলা সহকর্মীদের থেকেও সে দূরে থাকে। একদিন রনির অফিসে কাজে যোগ দেয় ঈশা (কৌশানী)। তার মনে প্রশ্ন জাগে, মহিলাদের দেখলেই রনি পালিয়ে যায় কেন? তৈরি হয় একের পর এক মজার পরিস্থিতি। এই নিয়েই ‘সব করো প্রেম করো না’।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
থ্রিলারের ভরা বাজারে রোমান্টিক কমেডি কেন? দেবরাজ রেডিওবাংলানেট-কে জানালেন, “আমরা শুরু থেকেই সপরিবারে দেখার মতো একটা মজার ছবি করতে চেয়েছিলাম। নির্মল হাসির ছবি তো আজকাল তৈরি হয় না।”
এর আগে একাধিক ছবিতে অভিনয় করেছেন বনি-কৌশানী। ‘তোমাকে চাই’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’, ‘গার্লফ্রেন্ড’-এর মতো ছবিতে একসঙ্গে দেখা গেছে তাঁদের।
কৌশানী বললেন, “ইদানিং বেশিরভাগ ছবি ডার্ক থ্রিলার নয়তো সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি হয়। ‘সব করো প্রেম করো না’ ছবিতে দুটি অল্পবয়সী ছেলেমেয়ে কীভাবে সব বাধা পেরিয়ে কাছে আসে, সেটাই দেখা যাবে। ‘পারবো না আমি ছাড়তে তোকে’তে যেভাবে আমাদের দুজনকে দেখা গিয়েছিল, অনেকটা সেরকম দুটো চরিত্রে রয়েছি আমি আর বনি।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
বাস্তবে তিনি ও তাঁর অভিনীত চরিত্রটির মধ্যে কোনও মিল নেই বলে জানালেন বনি। “রনি সবসময় তার কাকাদের ভয় পায়। এর কারণে ঈশা ও রনিকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সেগুলো তারা কীভাবে অতিক্রম করে তাই নিয়েই এই ছবি। অনেকদিন পর একেবারে মূলধারার একটি ছবিতে অভিনয় করতে চলেছি। আশা করি সবাই প্রেক্ষাগৃহে এসে ছবিটা দেখবেন,” বললেন বনি।
রজতাভ বললেন, “কমেডি ছবিতে অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। তবে বর্তমানে সেই সুযোগ তো খুব বেশি পাওয়া যায় না। এখানেও বলা যায় একটা দুষ্টু লোকের চরিত্রে অভিনয় করতে চলেছি। তবে অতটা চড়া বা কড়া নয়, অনেকটাই মজার মোড়কে।”
কেন রনির পরিবার তাকে প্রেম করতে বারণ করে, সেটা জানা যাবে ছবির শেষে। আপাতত চূড়ান্ত চিত্রনাট্য লেখার কাজ চলছে বলে জানালেন দেবরাজ। ছবির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিশ্বনাথ বসু ও অম্বরীশ ভট্টাচার্য।
ছবির কাহিনীকার দেবার্ঘ মুখোপাধ্যায়, সুরারোপে অমিত-ঈশান। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভদীপ নস্কর।
এ মাসের শেষের দিকে শুরু হবে ‘সব করো প্রেম করো না’র শ্যুটিং।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী